India Bangladesh border: বাংলাদেশ সীমান্তে গভীর রাতে রহস্যজনক রেডিও সিগন্যাল, কারা পাঠাচ্ছে? তোলপাড় একাধিক এলাকা
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
India Bangladesh border: গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে ধরা পড়ছে এই সিগন্যাল, কে কথা বলছে রেডিও তরঙ্গে?
advertisement
1/5

উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা বনগাঁ-সহ সুন্দরবন এলাকায় গভীর রাতে মিলছে বিশেষ ধরনের রহস্যজনক সিগন্যাল! রাত ১টা থেকে ৩টে নাগাদ সীমান্ত এলাকায় ধরা পড়ছে বিশেষ কোড বলেই দাবি দেশের স্বীকৃত লাইসেন্স প্রাপ্ত হ্যাম রেডিও সংস্থার।
advertisement
2/5
ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা নিয়ে। দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় অনুপ্রবেশ-সহ নানা ঘটনা ঘটছে। তবে এবার এই সিগন্যাল বিএসএফের চিন্তা বাড়িয়েছে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে।
advertisement
3/5
সম্প্রতি দক্ষিণবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে বসিরহাট, বনগাঁ ও সুন্দরবন এলাকায়, রাত ১টা থেকে ৩টার মধ্যে কিছু সাঙ্কেতিক সিগন্যাল পাওয়া যাচ্ছে। উর্দু এবং আরবি ভাষায় এই সিগন্যালগুলো পাঠানো হচ্ছে বলেই দাবি হ্যাম রেডিও সংস্থার অন্যতম কর্ণধার অম্বরিশ নাগ বিশ্বাসের।
advertisement
4/5
এই সংকেত রেকর্ড করেছেন হ্যাম রেডিয়ো অপারেটররা। অম্বরিশ জানান, সিগন্যালগুলির পরিচয় জানতে চাওয়া হলে তারা চুপ করে যায়। এ ধরনের সংকেত সাধারণত জঙ্গি সংগঠন এর মধ্যে যোগাযোগের পদ্ধতি বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে কারা এ ধরনের সংকেত পাঠাচ্ছে তা চিহ্নিত করা প্রায় অসম্ভব হয়ে ওঠে।
advertisement
5/5
সূত্রের খবর, সিগন্যালের উৎস ট্র্যাক করার জন্য কলকাতার ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশনে পাঠানো হয়েছে রেকর্ড করা সেই সঙ্কেত। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির পর থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে এবার যেন এই সাংকেতিক চিহ্ন দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তবে সীমান্ত এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো ভাবেই পরিস্থিতি জটিল না হয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
India Bangladesh border: বাংলাদেশ সীমান্তে গভীর রাতে রহস্যজনক রেডিও সিগন্যাল, কারা পাঠাচ্ছে? তোলপাড় একাধিক এলাকা