Petrapole New Terminal: শপিং মল বা এয়ারপোর্ট নয়, ঝাঁ চকচকে এই বিল্ডিং আসলে...ভারত বাংলাদেশ সীমান্তে এই টার্মিনাল দেখলে তাক লাগবে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
কোনও বিমানবন্দর বা শপিংমল নয়, এটি হল ভারত বাংলাদেশ সীমান্তের অত্যাধুনিক টার্মিনাল, দেখুন ছবি
advertisement
1/6

দেখে মনে হতে পারে কোন এয়ারপোর্ট অথবা শপিং মলে প্রবেশ করেছেন আপনি। চোখ ধাঁধানো ঝাঁ চকচকে চারপাশ
advertisement
2/6
না ছবি দেখে মনে হলেও এটি তেমন কোন জায়গা নয়, এটি সদ্য উদ্বোধন হওয়া ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও মৈত্রী কার্গো গেট
advertisement
3/6
তিন তলা বিশিষ্ট এই অত্যাধুনিক মানের টার্মিনাল তৈরি করেছে শাপুর্জি পালোনজি সংস্থা। দিনে প্রায় ২০০০০ যাত্রী পরিষেবা দিতে সক্ষম এই নতুন টার্মিনাল
advertisement
4/6
দেশের বিমানবন্দর গুলির মতোই অত্যাধুনিক সুবিধা মিলবে এই আন্তর্জাতিক টার্মিনালে
advertisement
5/6
সদ্য উদ্বোধন হওয়া এশিয়ার বৃহত্তম এই স্থল বন্দরের নতুন টার্মিনালে রয়েছে ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি চেক পয়েন্ট, ওয়েটিং এরিয়া, ডিউটি ফ্রি দোকান, ক্যাফে, কারেন্সি এক্সচেঞ্জ, ওষুধের দোকান, কনভেয়ার বেল্ট, অফিস স্পেস, কার পার্কিং সহ সমস্ত আধুনিক বন্দোবস্ত
advertisement
6/6
ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত ইতিমধ্যে দেশের মধ্যে ব্যস্ততম স্থল বন্দর গুলির মধ্যে অন্যতম। সেই জায়গায় দাঁড়িয়ে আধুনিক এই টার্মিনাল হওয়ায়, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, পর্যটকদের আনাগোনা আরও বৃদ্ধি পাবে বলেই আশা দু দেশের
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Petrapole New Terminal: শপিং মল বা এয়ারপোর্ট নয়, ঝাঁ চকচকে এই বিল্ডিং আসলে...ভারত বাংলাদেশ সীমান্তে এই টার্মিনাল দেখলে তাক লাগবে