স্বাধীনতা দিবসে স্পেশ্যাল বন্দোবস্ত! ৫০০০ জলবন্দির কাছে পৌঁছে স্পেশ্যাল খাবার, মহৎ উদ্যোগের প্যাকেটে থাকছে এইসব
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
স্বাধীনতা দিবসে ৫,০০০ জলবন্দি মানুষকে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। ৭৯তম স্বাধীনতা দিবসে উদযাপনে জেলা পরিষদ অভাবগ্রস্তদের কাছে পৌঁছানোর জন্য একটি মহৎ উদ্যোগ নিয়েছে।
advertisement
1/6

স্বাধীনতা দিবসে ৫,০০০ জলবন্দি মানুষকে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। (ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
2/6
জাতি যখন তার ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ অভাবগ্রস্তদের কাছে পৌঁছনোর জন্য একটি মহৎ উদ্যোগ নিয়েছে। (ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবং একই দিনে, জেলা পরিষদ এই অঞ্চলের ৫,০০০ জলবন্দি মানুষকে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করবে। প্যাকেটে থাকছে চাল, ডাল, বিস্কুট,বাদাম, মশলা, মুড়ি, চিড়ে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
বর্ণপরিচয় মুক্তমঞ্চে এই মানবিক প্রচেষ্টার প্রস্তুতি বর্তমানে চলছে। জেলা পরিষদের শুকনো খাবারের প্যাকেট বিতরণের সিদ্ধান্ত সম্প্রদায়ের সেবা করার, বিশেষ করে সংকটের সময়ে, তাদের প্রতিশ্রুতির প্রমাণ। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
শুকনো খাবারের প্যাকেট বিতরণ কেবল জলবন্দি ব্যক্তিদের ত্রাণই প্রদান করবে না বরং সম্প্রদায়ের সেবা এবং করুণার গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দেবে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
জাতি যখন তার স্বাধীনতা উদযাপন করছে, তখন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আশা এবং আনন্দের অনুভূতি বয়ে আনবে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
স্বাধীনতা দিবসে স্পেশ্যাল বন্দোবস্ত! ৫০০০ জলবন্দির কাছে পৌঁছে স্পেশ্যাল খাবার, মহৎ উদ্যোগের প্যাকেটে থাকছে এইসব