Independence Day 2025: যাত্রীদের অভিভাবক, রাতদিন পাহারা! রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত রেলকর্মী
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
হেড কনস্টেবল অমিত কুমার মালিক স্টেশনে যাত্রীদের সুরক্ষার জন্য নিরন্তর কাজ করে চলেছেন।
advertisement
1/6

কয়লা ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত এই শহর। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন ঘোরাঘুরি বা পর্যটন এলাকা। তাই এই আসানসোল স্টেশনে অনেকেই আসেন ঘুরতে। কেউবা আসেন কর্ম ক্ষেত্রে। তাই এক রকম সারাদিনই এই আসানসোল স্টেশনে বহু মানুষের যাতায়াত রয়েছে। ( ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
2/6
ভারতের স্বাধীনতা দিবস। সকালে পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। বিভিন্ন জায়গায় চলছে কড়া নজরদারি। ( ছবি ও তথ্য রিন্টু পাঁজা )
advertisement
3/6
ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশন এর হেড আরপিএফ কনস্টেবল অমিত কুমার মালিক। তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে কর্তব্য পালন করে চলেছেন। রেল যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ভাল কাজ করে চলেছেন তিনি। তাঁর কর্তব্য পালন সকলকে অনুপ্রেরণা জোগাবে। তাঁর এই কাজের জন্য তিনি ভারতের রাষ্ট্রপতির কাছে বিশেষ সম্মানে ভূষিত হবেন। ( ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
4/6
পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেলওয়ে প্রটেকশন ফোর্স হেড কনস্টেবল অমিত কুমার মালিক আসানসোল স্টেশনে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে কাজ করে চলেছেন তিনি। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কলকাতা দীপ্তিময় দত্ত বলেন " একজন কর্মী রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন এটা যথেষ্ট ভাল ব্যাপার। দেশের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছেন, এটাই প্রমাণিত। ( ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
5/6
স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আসানসোল স্টেশন চত্ত্বরকে। রয়েছে কড়া নিরাপত্তার চাদর। এই স্টেশন কর্মরত আরপিএফ হেড কনস্টেবল অমিত কুমার মালিক পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার। ( ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
6/6
সুস্থভাবে এবং সঠিক সময়ে পৌঁছানোর জন্য মানুষ আজও ট্রেনের প্রতি একটা আলাদা আস্থা রেখেছে। দিল্লি হোক বা মুম্বাই বা রাজস্থান, মানুষ দূর দুরান্তে পৌঁছনোর জন্য প্রথম ট্রেনকেই পছন্দের তালিকায় রাখেন। তাই সকাল থেকে রাত্রি অক্লান্তভাবে পরিশ্রম করে যাত্রীদের পরিষেবা দিয়ে যাচ্ছে রেলের কর্মীরা। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Independence Day 2025: যাত্রীদের অভিভাবক, রাতদিন পাহারা! রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত রেলকর্মী