Independence Day 2024: স্বাধীনতা দিবসে তেরঙ্গা মিষ্টির ছোঁয়া বসিরহাটের দোকানে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Independence Day 2024: স্বাধীনতা দিবস উপলক্ষে বসিরহাটের একটি মিষ্টির দোকান অভিনব কয়েক রকম মিষ্টি তৈরি করল। তেরঙ্গা মিষ্টিগুলো ব্যাপক বিক্রি হয়েছে
advertisement
1/6

স্বাধীনতা দিবস উপলক্ষে রাত থেকে উৎসবের মেজাজ দিকে দিকে। তেরঙ্গা রঙে সেজে উঠল দেশ। এরই মধ্যে বসিরহাটের মিষ্টির দোকানে মিলছে তেরঙ্গা মিষ্টি।
advertisement
2/6
বসিরহাট শহরের প্রাণকেন্দ্র বোটঘাট সংলগ্ন মিষ্টি ব্যবসায়ী প্রদীপ ঘোষের দোকান সবুজের সমাহারে নানা রকমের সন্দেশ, মিষ্টান্নে সেজে উঠল।
advertisement
3/6
প্রতি বছর দেশের সর্বত্র এই দিনটিতে নানা অনুষ্ঠানের পাশাপাশি, মিষ্টি বিতরণের মাধ্যমে পালিত হয়।
advertisement
4/6
তবে সাধারণ নিয়ম থেকে একটু বেরিয়ে এসে অভিনব কায়দায় বসিরহাটের বোটঘাট সংলগ্ন ঘোষ স্যুইট রঙিন প্রায় ১০ প্রকারের মিষ্টি সকলের সামনে তুলে ধরল স্বাধীনতা দিবস উপলক্ষে।
advertisement
5/6
স্বাধীনতা দিবস উপলক্ষে গেরুয়া, সাদা, সবুজ রঙের সমাহারে তৈরি মিষ্টির চাহিদাও তুঙ্গে।
advertisement
6/6
স্বাধীনতা দিবসে নতুন ধরনের মিষ্টি তৈরিতে আগে থেকেই সুনাম আছে প্রদীপবাবুর।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Independence Day 2024: স্বাধীনতা দিবসে তেরঙ্গা মিষ্টির ছোঁয়া বসিরহাটের দোকানে