Trampling Tark: নাতি নাতনিদের সঙ্গে শৈশবের আনন্দ ফিরে পেতে আসতে হবে নিউটাউনের এই পার্কে
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
Last Updated:
নাতি নাতনিদের সঙ্গে শৈশবের আনন্দ ফিরে পেতে আসতে হবে এই পার্কে, কলকাতায় প্রথম চালু হল ট্রাম্পলিং পার্ক
advertisement
1/6

এই প্রথম কলকাতার বুকে চালু হয়েছে 'জাস্ট জাম্পিং' ট্রাম্পলিং পার্ক, অন্যান্য রাজ্যে থাকলেও এতদিন কলকাতায় ছিল না বড়দের এই ফান জোন
advertisement
2/6
ছোট কচিকাঁচাদের মত এখন এই পার্কে আনন্দ করতে পারবেন সকল বয়সের মানুষেরাই। বিভিন্ন রকমের এক্টিভিটিস থাকছে এই পার্কে।
advertisement
3/6
নিউটাউনে ইকো পার্কের উল্টো দিকে এবিসি স্কোয়ার মলে চালু হওয়া এই পার্কে শৈশবে ফিরে যাওয়ার আনন্দ নিতে হাজির হতে পারবেন বয়স্করাও।
advertisement
4/6
৬৫০ টিকিট ও ৬০ টাকার এক ধরনের বিশেষ মোজা কিনে ভিতরে প্রবেশের পরই পেয়ে যাবেন হরেক রকমের গেম এক্টিভিটিস।
advertisement
5/6
ভেতরে প্রবেশের পর থেকে ৯০ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় পাবেন বিভিন্ন এক্টিভিটি ট্রাই করার জন্য, যেখানে থাকছে রক ক্লাইম্বিং থেকে জাম্পিং ঝপাং সহ আরও অনেক কিছু
advertisement
6/6
তাই এই পার্কের আনন্দ নিতে এখন নাতি-নাতনী ছেলে-মেয়েদের সঙ্গে ভিড় জমাচ্ছেন বাবা-মা, দাদু দিদারাও, জমিয়ে করছেন হুল্লোড়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Trampling Tark: নাতি নাতনিদের সঙ্গে শৈশবের আনন্দ ফিরে পেতে আসতে হবে নিউটাউনের এই পার্কে