Durga Puja 2024: পুজোর আগেই সল্টলেকে জমে উঠেছে বাংলা তাঁতের হাট, আশার আলো দেখছেন শিল্পী ও ব্যবসায়ীরা
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
সল্টলেক সেন্ট্রাল পার্ক বই মেলার মাঠে বসেছে 'বাংলা তাঁতের হাট ২০২৪'। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে তাই এখন কেনাকাটা চলছে জোর কদমে।
advertisement
1/7

পুজোর আগে সল্টলেক 'বাংলার তাঁতের হাটে' লাভের আশা দেখছেন তাঁত শিল্পীরা। করোনা পরবর্তী সময়ের চরম দুর্দশা কাটিয়ে তাই ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন রাজ্যের নানা প্রান্তের বস্ত্র শিল্পীরা
advertisement
2/7
শিল্পীদের এহেন ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আশার আলো দেখিয়েছে সল্টলেক সেন্ট্রাল পার্কের তাঁত শিল্প মেলা, যার পোষাকি নাম বাংলা তাঁতের হাট
advertisement
3/7
সল্টলেক সেন্ট্রাল পার্ক বই মেলার মাঠে বসেছে রাজ্য স্তরের 'বাংলা তাঁতের হাট ২০২৪'। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে তাই এখন কেনাকাটা চলছে জোর কদমে। মেলায় প্রতিদিন ভিড় জমছে বহু মানুষের
advertisement
4/7
পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের ব্যবস্থাপনায় শুরু হওয়া এই বাংলা তাঁতের হাট চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকছে এই মেলা
advertisement
5/7
তন্তুবায় সমবায় সমিতি, খাদি, হস্ত তাঁত মহল্লা, তন্তুজ-সহ একাধিক সংস্থার স্টল রয়েছে বাংলার এই তাঁতের হাটে। বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে বালুচরী, ধনেখালি, জামদানি, টাঙ্গাইল, মুসলিন, শান্তিপুরী, বেগমপুরি শাড়ি-সহ রাজ্যের হস্ত তাঁত শিল্পের নানান বস্ত্র-পোশাক
advertisement
6/7
যেখানে ৩০০ টাকা থেকে তিন লক্ষ টাকার পর্যন্ত মিলছে পোশাক। এবারের মেলায় বিক্রি নিয়েও আশার আলো দেখতে পাচ্ছেন বস্ত্রশিল্পী ও ব্যবসায়ীরা। শান্তিনিকেতনের সুবর্ণ কাঁথা স্টিকের সানন্দা পালের গলাতে শোনা গেল সেই কথাই
advertisement
7/7
নিরাপত্তার জন্য মেলার মঠে ২৪ ঘন্টা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে পাঁচটি এটিএম মেশিন। ফলে সল্টলেক সেন্ট্রাল পার্কের মাঠে পুজোর কেনাকাটা করতে আপনিও এখন অনায়াসে ঢুঁ মারতে পারেন একবার
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পুজোর আগেই সল্টলেকে জমে উঠেছে বাংলা তাঁতের হাট, আশার আলো দেখছেন শিল্পী ও ব্যবসায়ীরা