IMD Yellow Alert: তুমুল গরমে নাভিঃশ্বাস, হাওয়া অফিস শোনাচ্ছে আশার কথা, তুমুল ঝড়, ধেয়ে আসছে বৃষ্টিও, তৈরি ঘূর্ণাবর্তও
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Yellow Alert:ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হতে চলেছে দক্ষিণের এই জেলাগুলিতে
advertisement
1/10

: আইএমডি -র ওয়েদার আপডেট অনুসারে ফের একবার ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ ইয়েলো অ্যালার্ট অনুসারে কলকাতা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতেই জারি ঝড়-বৃষ্টির পূর্বাভাস৷
advertisement
2/10
একদিকে সক্রিয় মৌসুমী বায়ুর জন্য বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ৷ পাশাপাশি তাপমাত্রার বৃদ্ধির কারণে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই প্রবল অস্বস্তি জারি রয়েছে৷
advertisement
3/10
আগামী ৬ তারিখ পর্যন্ত রোজই ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে৷
advertisement
4/10
বঙ্গোপসাগর থেকে প্রবল বেগে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু এবং দক্ষিণী বায়ু প্রবেশ করছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করছে৷ এর পাশাপাশি হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করে রেখেছে৷
advertisement
5/10
৪ জুন পর্যন্ত জারি ইয়েলো অ্যালার্টে ঘণ্টায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ আর ৪-৬ তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা জারি থাকলেও সেই সময়ে এত হাওয়ার দাপট থাকবে না৷
advertisement
6/10
এদিকে উত্তরপ্রদেশের দক্ষিণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে৷ এর জেরে আগামী চার -পাঁচদিনে ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে৷
advertisement
7/10
ঝড়-বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণে। ৪০-৫০ কিমিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। ধীরে ধীরে বর্ষা প্রবেশ করছে বঙ্গে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
8/10
উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা পুনরায় তৈরি হচ্ছে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
9/10
ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। বিক্ষিপ্তভাবে হচ্ছে ঝড় বৃষ্টি। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রা। দক্ষিণের বেশ কিছু জেলায় বিগত বেশ কিছুদিন ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে বিক্ষিপ্ত ভাবে। জেলা পুরুলিয়াতে গত দুদিনে বৃষ্টি হয়েছে। এর ফলে কিছুটা হলেও তাপমাত্রার পরিবর্তন হয়েছে।
advertisement
10/10
আগামী এক থেকে দুই দিনে ঝড় বৃষ্টি বৃদ্ধি সম্ভাবনা রয়েছে দক্ষিণের পুরুলিয়া জেলাতে। হতে চলেছে তাপমাত্রার পরিবর্তন। এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Yellow Alert: তুমুল গরমে নাভিঃশ্বাস, হাওয়া অফিস শোনাচ্ছে আশার কথা, তুমুল ঝড়, ধেয়ে আসছে বৃষ্টিও, তৈরি ঘূর্ণাবর্তও