একটানা চলবে....! 'ওয়াইড স্প্রেইড রেইন' সতর্কতা! ঝমঝমিয়ে ভারী-অতিভারী বৃষ্টি কাঁপাবে ১২ জেলা, কী হবে আগামী ৭ দিন? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD West Bengal Weather: মৌসুমী অক্ষরেখা চণ্ডীগড়ের পর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বাংলাদেশ সংলগ্ন এলাকায়। অন্য এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর প্রভাবেই এবার একটানা ওয়াইড স্প্রেইড রেইন চলবে বাংলায়। কী হতে চলেছে আগামী সাতদিন?
advertisement
1/17

মৌসুমী অক্ষরেখা চণ্ডীগড়ের পর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বাংলাদেশ সংলগ্ন এলাকায়। অন্য এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর প্রভাবেই এবার একটানা ওয়াইড স্প্রেইড রেইন চলবে বাংলায়। কী হতে চলেছে আগামী সাতদিন?
advertisement
2/17
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। অন্যদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
advertisement
3/17
উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস চলবে সমুদ্রে। বাংলা,ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
4/17
আগামী ২৪ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা। বাংলা, ওড়িশা উপকূলের জলোচ্ছ্বাসের আশঙ্কা। পরিস্থিতি দেখে সমুদ্র উপকূল এলাকায় বিনোদন এবং বোট চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতরের।
advertisement
5/17
দক্ষিণবঙ্গের আবহাওয়া:ঝিরঝিরে বৃষ্টি আবার কখনও মুষলধারে বৃষ্টিতে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ। জেলা পুরুলিয়াতে কখনও আকাশ ঢাকছে ঘন কাল মেঘে আবার কখনও রোদের তেজে পুড়ছে গা।
advertisement
6/17
দক্ষিণের একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণায়।
advertisement
7/17
পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
advertisement
8/17
পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
advertisement
9/17
শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস।
advertisement
10/17
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে।
advertisement
11/17
রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। আগামী সপ্তাহে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে।
advertisement
12/17
উত্তরবঙ্গের আবহাওয়া:বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
13/17
মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
14/17
শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
advertisement
15/17
সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি কোচবিহার জেলাতে।
advertisement
16/17
মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
17/17
ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে।নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
একটানা চলবে....! 'ওয়াইড স্প্রেইড রেইন' সতর্কতা! ঝমঝমিয়ে ভারী-অতিভারী বৃষ্টি কাঁপাবে ১২ জেলা, কী হবে আগামী ৭ দিন? জানিয়ে দিল IMD