TRENDING:

IMD West Bengal Weather: ঝমঝমিয়ে নামবে...! বজ্রবিদ্যুৎ-বৃষ্টি-শিলাবৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, কালবৈশাখী, দমকা হাওয়ার হুঁশিয়ারি, কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD West Bengal Weather: আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে বাইশে মে নাগাদ। এই সিস্টেম আরও শক্তিশালী হয়ে উত্তর অভিমুখে এগোবে।
advertisement
1/14
ঝমঝমিয়ে নামবে..! বজ্রবিদ্যুৎ-বৃষ্টি-শিলাবৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গে ৭ জেলা, কী হবে কলকাতায়?
আবহাওয়ার তুমুল রদবদল জারি। একাধিক ঘূর্ণাবর্তের জের, ঢুকছে জলীয় বাষ্প। তারই ফলে প্রবল ভাবে পাল্টাচ্ছে আবহাওয়ার কার্যকলাপ। পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত।
advertisement
2/14
আবহাওয়ার সর্বশেষ আপডেট বলছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে নিম্নচাপ অক্ষরেখা। আর তারই টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
advertisement
3/14
আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে বাইশে মে নাগাদ। এই সিস্টেম আরও শক্তিশালী হয়ে উত্তর অভিমুখে এগোবে।
advertisement
4/14
তবে বঙ্গোপসাগরে আগামী পাঁচ দিনে এরকম কোনও সিস্টেমের কথা জানায়নি আবহাওয়া দফতরে। তবে মে মাস এই ধরনের সিস্টেম তৈরি হওয়ার করার প্রবণতা থাকে।
advertisement
5/14
সপ্তাহ-জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি। সকাল থেকে বিকেল পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে। তবে আগামী ৪/৫ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।
advertisement
6/14
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই চার জেলাতে কালবৈশাখীর পরিস্থিতি।
advertisement
7/14
এই চার জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
8/14
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। বাকি জেলাতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
advertisement
9/14
মঙ্গলবার পশ্চিমের জেলা-সহ ৭ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
10/14
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই সাত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
11/14
বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
advertisement
12/14
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার পর্যন্ত। দমকা ঝোড়ো হাওয়ায় সঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হুঁশিয়ারি সপ্তাহ জুড়ে। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে।
advertisement
13/14
সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
14/14
মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। এই দুই জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা। কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা অর্থাৎ ঝড়ের সর্তকতা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। বুধ এবং বৃহস্পতিবারেও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: ঝমঝমিয়ে নামবে...! বজ্রবিদ্যুৎ-বৃষ্টি-শিলাবৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গের ৭ জেলা, কালবৈশাখী, দমকা হাওয়ার হুঁশিয়ারি, কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল