IMD West Bengal Weather: কলকাতায় ৩০ ছুঁইছুঁই সর্বোচ্চ! জ্বালাপোড়া গরম! প্যাঁচপ্যাঁচে দিন শুরু? দক্ষিণবঙ্গের আকাশে 'অশনি' সঙ্কেত! 'নতুন' সতর্কতা IMD-র
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD West Bengal Weather: শীতের পালা শেষ। মোড় ঘুরল আবহাওয়ার। এবার বসন্ত আসতে না আসতেই গরমের অস্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে। আর একইসঙ্গে নতুন সতর্কতা জেলায় জেলায়। ধেয়ে আসছে বৃষ্টি।
advertisement
1/13

শীতের পালা শেষ। মোড় ঘুরল আবহাওয়ার। এবার বসন্ত আসতে না আসতেই গরমের অস্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে। আর একইসঙ্গে নতুন সতর্কতা জেলায় জেলায়। ধেয়ে আসছে বৃষ্টি।
advertisement
2/13
সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আকাশের মুখ ভার। সেইসঙ্গে বাড়ল গরম ও অস্বস্তি। আজ এক ধাক্কায় যেন বেশ অনেকটাই গরম অনুভূত হচ্ছে সর্বত্র। আবহাওয়া জানান দিচ্ছে বড় বদলের। কী বলছে আলিপুরের পূর্বাভাস? আজ কি বৃষ্টি হবে?
advertisement
3/13
বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। সর্বশেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। শুধুমাত্র তাই নয়, বহুল পরিমানে ঢুকছে জলীয় বাস্প। যার জেরে মোটের উপর আদ্র ও ভ্যাপসা গরম অনুভব হবে।
advertisement
4/13
আবহাওয়ার পূর্বাভাস বলছে, তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দু একটি অঞ্চলে বিছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/13
আজ অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সংলগ্ন জেলাগুলিতেও এর প্রভাব পড়তে পারে।দোসর হবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ।
advertisement
6/13
আগামিকাল বুধবারেও একই অবস্থা হবে দক্ষিণবঙ্গের কিছু জেলাগুলিতে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে হলুদ সতর্কতা অবধি জারি করা হয়েছে।
advertisement
7/13
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ২১ ফেব্রুয়ারি বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।
advertisement
8/13
আগামিকাল ঝেঁপে বর্ষণের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও। সেইসঙ্গে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়াও।
advertisement
9/13
অন্যদিকে উত্তরবঙ্গে আজ মঙ্গলবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বুধবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই ইঙ্গিত আবহাওয়ার পূর্বাভাসে।
advertisement
10/13
তাপমাত্রা আপাতত স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে।
advertisement
11/13
কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বাড়ল। আংশিক মেঘলা আকাশ। কার্যত শীত উধাও। বুধ ও বৃহস্পতিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/13
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও।
advertisement
13/13
উত্তর দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানের বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: কলকাতায় ৩০ ছুঁইছুঁই সর্বোচ্চ! জ্বালাপোড়া গরম! প্যাঁচপ্যাঁচে দিন শুরু? দক্ষিণবঙ্গের আকাশে 'অশনি' সঙ্কেত! 'নতুন' সতর্কতা IMD-র