IMD West Bengal Weather: বর্ষার ব্যাটিং শুরু...! আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি কাঁপাবে ৭ জেলা, কী হবে সোম-মঙ্গল-বুধ? কী পূর্বাভাস কলকাতায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD West Bengal Weather:
advertisement
1/11

আবহাওয়ার মুড সুইং অব্যাহত দেশ জুড়ে। বর্ষার স্পেল শুরু বাংলাতেও। নিম্নচাপ শক্তি হারিয়ে এই মুহূর্তে বিহারে অবস্থান করছে। তবে মৌসুমী অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।
advertisement
2/11
এদিকে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখার জের অব্যাহত থাকবে। কলকাতায় ভারী বৃষ্টির বিরতি আজ, শনিবার। আগামী কয়েকদিন বৃষ্টি কমবে; আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
3/11
আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
4/11
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা।
advertisement
5/11
বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
6/11
আকাশের মুখ এখনও ভার দক্ষিণের বেশিরভাগ জেলায়। জেলা পুরুলিয়াতে সকালের দিকেও বৃষ্টি হতে দেখা গিয়েছে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
advertisement
7/11
উত্তরবঙ্গে শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
8/11
সোমবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং২, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
9/11
আবহাওয়ার সিস্টেম :কলকাতাআজ দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
10/11
কলকাতার তাপমান:শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ০.১ মিলিমিটার।
advertisement
11/11
অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে বর্ষা আসার অপেক্ষায় দিন গুনছিল বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গে বর্ষা ঢুকেছে। বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা মোটের উপর একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: বর্ষার ব্যাটিং শুরু...! আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি কাঁপাবে ৭ জেলা, কী হবে সোম-মঙ্গল-বুধ? কী পূর্বাভাস কলকাতায়? জানিয়ে দিল IMD