IMD West Bengal Weather: সিভিয়ার হিট ওয়েভ...! লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, এবার হাড়হিম 'আপডেট' জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD West Bengal Weather: আপাতত কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দুই ২৪ পরগনা, পশ্চিমবর্ধমান, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
advertisement
1/8

লাফিয়ে লাফিয়ে ক্রমশই বাড়ছে তাপমাত্রার পারদ। চাঁদি ফাটা গরমে হাঁসফাঁস হাল বঙ্গবাসীর। উত্তরে বৃষ্টি চললেও কোনওভাবেই স্বস্তি পাচ্ছে না দক্ষিণের মানুষ।
advertisement
2/8
আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট বলছে আগামী দুই থেকে তিনদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে।
advertisement
3/8
তীব্র গরমের দহন জ্বালায় ভুগছে গোটা দক্ষিণবঙ্গ। কোনওভাবেই যেন স্বস্তি মিলছে না দক্ষিণের মানুষদের। কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে ২১ এপ্রিলের পর থেকে এমনটাই পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
4/8
স্বস্তিতে নেই দক্ষিণের মানুষ। আপাতত কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দুই ২৪ পরগনা, পশ্চিমবর্ধমান, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েকটি জেলাতে।
advertisement
5/8
কোনও জেলা বাদ নেই। ফুটছে দক্ষিণবঙ্গের কাকদ্বীপ থেকে কল্যাণী। তাপপ্রবাহের সতর্কতার তালিকায় রয়েছে জেলা পুরুলিয়াও। জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তীব্র গরমে নাজেহাল দশা হয়েছে জেলার মানুষদের।
advertisement
6/8
বৃহস্পতিবার পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪২ ডিগ্রিতে সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
7/8
প্রতিনিয়তই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে জেলায়। সকালের দিকে রাস্তাঘাটে মানুষজন দেখা গেলেও একটু বেলা বাড়লে খাঁ খাঁ করছে চারদিক।আগামী এক থেকে দুই দিনের মধ্যে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বাড়তে চলেছে।
advertisement
8/8
অপরদিকে স্বস্তিতে রয়েছে উত্তরের জেলাগুলি। ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি জেলায়। তাপমাত্রার পারদ খুব বেশি উর্ধ্বমুখী হচ্ছে না উত্তরে। তবে খুব শীঘ্রই বৃষ্টির রেশ কাটবে উত্তরের জেলাগুলিতেও। শমিষ্ঠা `বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: সিভিয়ার হিট ওয়েভ...! লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, এবার হাড়হিম 'আপডেট' জানিয়ে দিল হাওয়া অফিস