IMD West Bengal Weather: আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৪ জেলায়! শৈত্যপ্রবাহের দাপট কমবে কবে? বিরাট আপডেট IMD-র
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
Last Updated:
IMD West Bengal Weather: আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস , দেখুন এক নজরে!
advertisement
1/12

ক্রমশই হুড়মুড়িয়ে কমছে তাপমাত্রার পারদ। হাড়কাঁপানো শীতে কাবু উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গ। এরইমধ্যে বৃষ্টির চোখরাঙানি জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
advertisement
2/12
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মত জমিয়ে পুরুলিয়া জেলা জুড়ে শীত পড়েছে। শীতের দাপট এতটাই বেড়েছে যে পুরুলিয়া জেলাতে রীতিমতো নাজেহাল মানুষ। এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা পুরুলিয়াতে এমনটাই পূর্বাভাস দিয়েছে অফিস।
advertisement
3/12
পাশাপাশি শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকছে। এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হয়ে চলেছে জেলা পুরুলিয়ায়।
advertisement
4/12
ক্রমাগত তাপমাত্রার পারদ কমছে। এরইমধ্যে উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে।
advertisement
5/12
মঙ্গলবার বঙ্গোপসাগরের হাই প্রেসার জোন থেকে জলীয় বাষ্প বাংলায় ঢুকবে পূবালী হাওয়ায় ভর করে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে এসে ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করবে। এই দুই বিপরীত হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা বাংলায়।
advertisement
6/12
মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। দক্ষিণের বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান জেলাগুলির জন্য সর্তকতা জারি করা হয়েছে।
advertisement
7/12
এছাড়া দুই চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
advertisement
8/12
অপরদিকে উত্তরে জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
9/12
দার্জিলিংয়ের জেলাগুলিতে তীব্র শীতের দাপট অব্যাহত। তার মধ্যে বৃষ্টির পূর্বভাস মিলেছে। উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে চলেছে।
advertisement
10/12
মকর সংক্রান্তির দিন তীব্র শীতে গা ভাসিয়েছে দক্ষিণের জেলাগুলি। তার মধ্যেই চলছে মকর সংক্রান্তি পরব পালন। শীতের দাপট প্রতিনিয়তই বাড়ছে সর্বত্র।
advertisement
11/12
আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোম-মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে হাই প্রেসার জোন। আপাতত দুদিন উত্তর-পশ্চিমের শীতল হওয়া বইবে এই রাজ্যে। মঙ্গলবার থেকে পূবালী হওয়ার প্রভাব বাড়বে।
advertisement
12/12
তবে স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস স্পষ্ট জানিয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। যার ফলে ঠান্ডার প্রকোপ কমবে।শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৪ জেলায়! শৈত্যপ্রবাহের দাপট কমবে কবে? বিরাট আপডেট IMD-র