IMD West Bengal Weather: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি সতর্কতা..., কী হবে কলকাতায়? মাটি হবে কালীপুজোর মজা? সোম থেকে বৃহস্পতি কী হতে চলেছে? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD West Bengal Weather: সোম থেকে বৃহস্পতি কী হতে চলেছে আবহাওয়ার হাল? আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি সতর্কতা, কী হবে কলকাতায়? জানিয়ে দিল আলিপুর
advertisement
1/11

দানা ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও কাটেনি পুরোপুরি। আইএমডি-র লেটেস্ট রিপোর্ট বলছে, দানার ভয়াবহ তাণ্ডব শেষে উত্তর ওড়িশার নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তবে ঘূর্ণিঝড়টি এখনও দুর্বল অবস্থায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে।
advertisement
2/11
এর ফলে আবহাওয়ার গতি প্রকৃতি এখনও টালমাটাল। আগামী ২৪ ঘণ্টায়, অর্থাৎ ২৮ অক্টোবর দিনভর দক্ষিণবঙ্গের সব জেলার কিছু জায়গায় অথবা দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে।
advertisement
3/11
অন্যদিকে স্বস্তির খবর উত্তরবঙ্গে। এখানে আগামিকাল, অর্থাৎ ২৮ অক্টোবর বৃষ্টি কমবে। কিন্তু পরে ফের তা বাড়তে পারে। এই আবহে কালীপুজোর সময় বাংলায় কেমন থাকবে আবহাওয়া? কী পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস? চলুন সপ্তাহ শুরুর আগেই জেনে নেওয়া যাক।
advertisement
4/11
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
5/11
এরপর ২ নভেম্বর শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বষ্টির সামান্য সম্ভাবনা আছে।
advertisement
6/11
এদিকে উত্তরবঙ্গে ২৮ অক্টোবর উপরের দুই পাহাড়ি জেলায় বৃষ্টি হতে পারে। এরপর ২৯ এবং ৩০ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
advertisement
7/11
৩১ অক্টোবর উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেইসঙ্গে ১ ও ২ নভেম্বর শুধুমাত্র দুই পাহাড়ি জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে পূর্বাভাস।
advertisement
8/11
এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর এরপর ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
advertisement
9/11
১ নভেম্বরও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশেই থাকতে পারে। এই ক'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ একটু একটু করে বসতে চলেছে শীতের কামড়।
advertisement
10/11
আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২৮, ২৯ এবং ৩০ অক্টোবর, অর্থাৎ সোমবার, মঙ্গলবার এবং বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
advertisement
11/11
৩১ অক্টোবর বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন কলকাতায় বজ্রপাত-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। পরদিন অর্থাৎ ১ নভেম্বর শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে কলকাতায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি সতর্কতা..., কী হবে কলকাতায়? মাটি হবে কালীপুজোর মজা? সোম থেকে বৃহস্পতি কী হতে চলেছে? জানিয়ে দিল IMD