IMD West Bengal Weather: জ্বলছে-পুড়ছে দক্ষিণবঙ্গ...! ৭ জেলায় চরম 'হিটওয়েভ' কন্ডিশন! মুক্তির 'বৃষ্টি' কবে? বর্ষা নিয়ে খাস আপডেট দিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD West Bengal Weather: এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু! হিটওয়েভ থেকে মুক্তি কবে? বর্ষা নিয়ে আপডেট দিয়ে দিল IMD, ভারতের আবহাওয়া বিভাগ (IMD) অনুসারে, আগামী সাত দিনের মধ্যে উপ-হিমালয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া সহ ব্যাপক থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
1/17

উত্তর ভারতের একাধিক রাজ্যের মতো তীব্র তাপপ্রবাহের কবলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। সৌভাগ্যবশত, এবার বর্ষা নিয়ে বড় আপডেট দিয়ে দিল মৌসম ভবন। শিগিগিরই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। ঢুকছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
advertisement
2/17
আলিপুর আবহাওয়া দফতরের মতে, শুক্রবার থেকেই কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলা জুড়ে -বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে। আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের দক্ষিণে বজ্রবিদ্যুৎ-ঝড় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রত্যাশিত, তার পরে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷
advertisement
3/17
ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সুখবর হল, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত আরও ধারাবাহিক বৃষ্টিপাত প্রত্যাশিত। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে শক্তিশালী দমকা বাতাস৷
advertisement
4/17
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বলছে, বর্ষা রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গেই এর প্রভাব পরিলক্ষিত হবে। বৃষ্টি হবে গোটা রাজ্য জুড়ে।
advertisement
5/17
অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দফায় দফায় চলছে অতিভারী বৃষ্টি। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে, জানাচ্ছে আইএমডি।
advertisement
6/17
ভারতের আবহাওয়া বিভাগ (IMD) অনুসারে, আগামী সাত দিনের মধ্যে উপ-হিমালয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া সহ ব্যাপক থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
advertisement
7/17
আগামী পাঁচ দিনে এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি(৬৪.৫ মিমি-২০৪.৫ মিমি) হওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়াও, বুধবার এবং বৃহস্পতিবার (১২ এবং ১৩ জুন) উপ-হিমালয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন অত্যন্ত ভারী বৃষ্টিপাত (২০৪.৫ মিমি-এর বেশি) হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
8/17
শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে তীব্র বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং-এও।
advertisement
9/17
আইএমডি-র তরফে আগামী দু'দিনের জন্য পশ্চিমবঙ্গে একটি কমলা সতর্কতা জারি করা হয়েছে যাতে স্থানীয়দের প্রতিকূল আবহাওয়ার জন্য 'প্রস্তুত' থাকার আহ্বান জানানো হয়।
advertisement
10/17
সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় আগামী কয়েক দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং IMD থেকে আবহাওয়ার আপডেটগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
11/17
সিকিম, ভুটান, উত্তরবঙ্গ, এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন। দক্ষিণবঙ্গের পশ্চিমে দাবদাহ আর বাকি জেলায় চরম অস্বস্তি অব্যাহত থাকবে আরও দু'দিন।
advertisement
12/17
উইকেন্ডে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
13/17
ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি। সিকিম ভুটান এবং আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ধস নামতে পারে পার্বত্য এলাকায়।
advertisement
14/17
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা প্রবল বৃষ্টি উত্তরবঙ্গ, সিকিম, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা।
advertisement
15/17
দক্ষিণবঙ্গের তিন জেলায় চরম তাপপ্রবাহ ও বাকি আরও চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে চরম তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের পরিস্থিতি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি চরমে।
advertisement
16/17
বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিও চলবে। সকাল থেকে ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিন কলকাতা শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে।
advertisement
17/17
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: জ্বলছে-পুড়ছে দক্ষিণবঙ্গ...! ৭ জেলায় চরম 'হিটওয়েভ' কন্ডিশন! মুক্তির 'বৃষ্টি' কবে? বর্ষা নিয়ে খাস আপডেট দিয়ে দিল IMD