IMD West Bengal Weather: বইছে লু...! চাঁদিফাটা গরমের মাঝে বড় খবর দিল হাওয়া অফিস, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন যা হতে চলেছে
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD West Bengal Weather: তাপমাত্রা কমার সম্ভাবনা এই মুহূর্তে নেই দক্ষিণে। প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। গরমের দাবদাহ থেকে স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গের মানুষের।
advertisement
1/7

তাপমাত্রা কমার সম্ভাবনা এই মুহূর্তে নেই দক্ষিণে। প্রতিনিয়ত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। গরমের দাবদাহ থেকে স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গের মানুষের। জেলা পুরুলিয়াতেও একই অবস্থা। প্রতিদিনই ধাপে ধাপে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। তাপপ্রবাহ চলছে গোটা জেলা জুড়ে।
advertisement
2/7
মঙ্গলবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। টানা বেশ কিছুদিন ৪০ ডিগ্রিতেই আটকে রয়েছে তাপমাত্রার পারদ।
advertisement
3/7
কোনওভাবেই তাপমাত্রা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও এই দিন রোদের দাপট কিছুটা কম ছিল জেলায়। আগামী এক থেকে দু দিনের মধ্যে বৃষ্টির দেখা মিলতে পারে জেলা পুরুলিয়ায়।
advertisement
4/7
বিগত দিনের তুলনায় দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ খানিকটা কম থাকতে পারে। মেঘলা আকাশ দেখা যেতে পারে বেশ কিছু জেলায়। দক্ষিণের জেলাগুলিতে আগামী কিছুদিনের মধ্যে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে চলেছে।
advertisement
5/7
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এরই মাঝে পশ্চিমের জেলাগুলিতে জারি হয়েছে লু-এর সতর্কবার্তা।
advertisement
6/7
অপরদিকে উত্তরে জেলাগুলিতে বহাল থাকছে ঝড়-বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এই চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।
advertisement
7/7
উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু। এর ফলে পশ্চিমের তিন জেলাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে আংশিক মেঘলা থাকবে আকাশ।শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: বইছে লু...! চাঁদিফাটা গরমের মাঝে বড় খবর দিল হাওয়া অফিস, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন যা হতে চলেছে