IMD West Bengal Weather: ঝমঝমিয়ে আসছে...! শনি রবি অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৭ জেলায়! উল্টোরথে কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD West Bengal Weather: স্ট্রং 'মনসুন ফ্লো' শুরু। উল্টোরথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতার উপর দিয়ে বিস্তৃত। আর তারই জেরে তুমুল টালমাটাল রাজ্যের আবহাওয়া।
advertisement
1/10

স্ট্রং 'মনসুন ফ্লো' শুরু। উল্টোরথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। সক্রিয় মৌসুমী অক্ষরেখা কলকাতার উপর দিয়ে বিস্তৃত। আর তারই জেরে তুমুল টালমাটাল রাজ্যের আবহাওয়া।
advertisement
2/10
আবহাওয়ার সিস্টেম:উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি দক্ষিণে ঝুঁকে রয়েছে।
advertisement
3/10
উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখার অবস্থান। এই অক্ষরেখাটি গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং ওড়িশার ঘূর্ণাবর্তের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
advertisement
4/10
সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিকানির, শিবপুর, খাজুরাহো, ডাল্টনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
advertisement
5/10
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস বলছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে আগামী সপ্তাহেও। এক নজরে দেওয়া নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
6/10
আগামিকাল শনিবার উল্টো রথে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আইএমডি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে শনি ও রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
7/10
উইকেন্ডে শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
8/10
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির তেমন সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে।
advertisement
9/10
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/10
শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার মালদহ-সহ নীচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: ঝমঝমিয়ে আসছে...! শনি রবি অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৭ জেলায়! উল্টোরথে কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD