IMD West Bengal Weather: আবহাওয়ার বিরাট রদবদল...! দক্ষিণবঙ্গের বুকে 'নতুন' অশনি! আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে কলকাতায়? সতর্ক করল আলিপুর
- Published by:Sanjukta Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD West Bengal Weather: ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়। মধ্যপ্রদেশে রয়েছে নিম্নচাপের হুঁশিয়ারি। দিঘার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই ত্রি-ফলায় বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে।
advertisement
1/10

শ্রাবণ পেরিয়ে ভাদ্র। তবু আবহাওয়ার তোলপাড় অব্যাহত বাংলা জুড়ে। ফের সপ্তাহের শুরুতেই আমূল বদল আবহাওয়ার? আবারও রক্তচক্ষু সমুদ্রে? লেটেস্ট আপডেট জানিয়ে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/10
ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়। মধ্যপ্রদেশে রয়েছে নিম্নচাপের হুঁশিয়ারি। দিঘার উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই ত্রি-ফলায় বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে।
advertisement
3/10
রবিবারও মূলত মেঘলা আকাশ। আগামী ৩-৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, বাংলা ও ওড়িশায়।
advertisement
4/10
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার। ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
5/10
গত সপ্তাহের নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ড থেকে সরে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাত পৌঁছবে। সেখানে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মার্জ করে যাবে সেই লঘুচাপ বলয়।
advertisement
6/10
একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয়। সেটি জয়সলমীর কোটা হয়ে নিম্নচাপের উপর দিয়ে চুর্ক ডালটনগঞ্জ ও দীঘার সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
7/10
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আইএমডি। আজ, রবিবার পশ্চিমবঙ্গ, ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে।
advertisement
8/10
দক্ষিণবঙ্গ★আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা থাকবে আগামী ২৪ ঘণ্টায়।
advertisement
9/10
★রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা হুগলি বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। চব্বিশ পরগনা,পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে বৃষ্টি বেশি হবে।
advertisement
10/10
★সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: আবহাওয়ার বিরাট রদবদল...! দক্ষিণবঙ্গের বুকে 'নতুন' অশনি! আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে কলকাতায়? সতর্ক করল আলিপুর