IMD West Bengal Weather: আগামী ৪৮ ঘণ্টা চরম 'হাঁসফাঁস'! সোম থেকে শুক্র কী হতে চলেছে দক্ষিণবঙ্গে? বর্ষা নিয়ে কী আপডেট? সতর্ক করল আইএমডি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD West Bengal Weather: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তিকর আবহাওয়া চরমে। দিন কী রাত, এসি ছাড়া থেকেই দায়। দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি। এ দিকে ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ।
advertisement
1/18

হাঁসফাঁস হাল দক্ষিণবঙ্গবাসীর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তিকর আবহাওয়া চরমে। দিন কী রাত, এসি ছাড়া থেকেই দায়। দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি। এ দিকে ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ।
advertisement
2/18
পরিস্থিতি এতটাই দুর্দশাগ্রস্থ যে দক্ষিণবঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন, বর্ষা কবে আসবে? আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা আইএমডি-র তরফে জানিয়েছে, সব ঠিকঠাক চললে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা।
advertisement
3/18
কিন্তু তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম থাকবে। কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
advertisement
4/18
অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
5/18
ঘূর্ণাবর্তের সঙ্গে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে বিহার থেকে মেঘালয় পর্যন্ত, যার জেরে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/18
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। 2
advertisement
7/18
কোচবিহার এবং আলিপুরদুয়ারে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
8/18
অর্থাৎ দুর্যোগের দুর্ভোগ চলবে উত্তরবঙ্গে আরও পাঁচদিন। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির প্রতীক্ষা আরও কিছুদিন। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কযেকদিনে প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা।
advertisement
9/18
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও চার-পাঁচ দিন। উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের চরম সর্তকতা।
advertisement
10/18
১৬-১৭ জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা ১৮ তারিখে থেকেই। সুখবর দিয়ে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
11/18
এদিকে, বর্ষাও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আগামী ২ দিন পুরুলিয়া-সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
advertisement
12/18
শনিবার পশ্চিমের পাঁচ জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলেছে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে কিছুটা।
advertisement
13/18
পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
advertisement
14/18
সোমবার ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়ায় থাকতে পারে প্রবল গরম, সঙ্গে অস্বস্তি। এই জেলাগুলিতে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
15/18
এই গরমের মাঝেই সোমবার দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
16/18
তবে বৃষ্টি হলেও এখনই জেলার সব জায়গায় হবে না। মঙ্গল এবং বুধবারও দক্ষিণবঙ্গের দু’-এক জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
17/18
কলকাতাবাসীর জন্য সুখবর। আগামী ১৮ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস।
advertisement
18/18
আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় ১৬ এবং ১৭ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বেশ কিছু জেলায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: আগামী ৪৮ ঘণ্টা চরম 'হাঁসফাঁস'! সোম থেকে শুক্র কী হতে চলেছে দক্ষিণবঙ্গে? বর্ষা নিয়ে কী আপডেট? সতর্ক করল আইএমডি