IMD West Bengal Weather: নিম্নচাপের হুঁশিয়ারি...! আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিরাট রদবদল দক্ষিণবঙ্গে! ভিজবে কলকাতা? গণেশ চতুর্থীতে কী হবে? জানিয়ে দিল আলিপুর
- Published by:Sanjukta Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD West Bengal Weather: নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে বুধ এবং বৃহস্পতিবার।
advertisement
1/13

আবহাওয়ার খেলা চলছে দেশ জুড়ে। ফের নিম্নচাপের সতর্কতা বঙ্গোপসাগরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে।
advertisement
2/13
নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে বুধ এবং বৃহস্পতিবার।
advertisement
3/13
মঙ্গলবার পশ্চিমবঙ্গের ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কয়েকটি জেলায় তবে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়।
advertisement
4/13
আগামী শনিবার গণেশ পুজো। ওইদিন আবহাওয়া কেমন থাকবে? আগামী কয়েকদিন কোথায় বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
advertisement
5/13
তবে বর্ষার স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই মূলত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় অবশ্য হাওয়া অফিসের সতর্কতা এখনও জারি রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
6/13
মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অর্থাৎ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
advertisement
7/13
উত্তরবঙ্গের ছ'টি জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মঙ্গলবার। ওই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
advertisement
8/13
কলকাতার আবহাওয়া : মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
advertisement
9/13
বুধবার উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
10/13
বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সাতটি জেলা অর্থাৎ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
advertisement
11/13
শুক্রবার আবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার হাতেগোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই তিনদিনই কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
advertisement
12/13
বৃহস্পতিবার দার্জিলিঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি সাত জেলায় অর্থাৎ, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
13/13
উত্তরবঙ্গের সব জেলাতেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শনিবার এবং রবিবার। কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। ফলে কোনও জেলায় সতর্কতা জারি হয়নি এখনও পর্যন্ত।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: নিম্নচাপের হুঁশিয়ারি...! আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিরাট রদবদল দক্ষিণবঙ্গে! ভিজবে কলকাতা? গণেশ চতুর্থীতে কী হবে? জানিয়ে দিল আলিপুর