TRENDING:

Weather: নভেম্বরের ১৫ তারিখেও উধাও ঠান্ডার আমেজ, বৃষ্টির সম্ভাবনা ২ জেলায়, আবহাওয়ার বড় খবর

Last Updated:
Weather: পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং-এর কিছু, কিছু জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা ছিল। বজ্রবিদ্যুত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের অন্যান্য জেলাগুলির উপর শুষ্ক থাকবে। ‌ ধীরে ধীরে বৃষ্টির প্রভাব কমবে উত্তরে, এমনটাই পূর্বাভাস হওয়া অফিসের। ‌
advertisement
1/7
নভেম্বরের ১৫ তারিখেও উধাও ঠান্ডার আমেজ, বৃষ্টির সম্ভাবনা ২ জেলায়,আবহাওয়ার বড় খবর
*শীতের আগমন হচ্ছে দক্ষিণবঙ্গে। ঠান্ডার আমেজ উপভোগ করতে পারছে জেলা পুরুলিয়াবাসী। রয়েছে উত্তুরে হাওয়ার দাপট। ক্রমাগতই তাপমাত্রা পারদ ওঠা-নামা করছে জেলায়। হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। প্রতিবেদনঃ শর্মিষ্ঠা ব্যানার্জি। ফাইল ছবি।
advertisement
2/7
*এ দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের শেষের দিকেই শীত অনুভব হবে। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ খানিকটা দেরি রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ‌ফাইল ছবি।
advertisement
3/7
*সকালের দিকে হালকা কুয়াশা দেখা মিলছে জেলায়। বেলা গড়ালে ধীরে ধীরে রোদের দেখা পাওয়া যাচ্ছে। তবে তীব্র রোদের দাপট অনেকটাই কমেছে জেলায়। দক্ষিণের জেলাগুলিতে ঠান্ডার আমেজ উপভোগ করা যাচ্ছে। ফাইল ছবি।
advertisement
4/7
*রাজ্যে ধীরে ধীরে কনকনে উত্তুরে হাওয়া ঢুকছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে শীত পড়তে শুরু করবে চলতি সপ্তাহ থেকেই। এই মুহূর্তে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। ফাইল ছবি।
advertisement
5/7
*সর্বত্র শুকনো থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণের পাশাপাশি শীত পড়তে শুরু করেছে উত্তরে। কিন্তু তার মাঝেও বেশ কিছু জায়গায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। ‌ফাইল ছবি।
advertisement
6/7
*শুক্রবার পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং-এর কিছু, কিছু জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা ছিল। বজ্রবিদ্যুত-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের অন্যান্য জেলাগুলির উপর শুষ্ক থাকবে। ‌ ধীরে ধীরে বৃষ্টির প্রভাব কমবে উত্তরে, এমনটাই পূর্বাভাস হওয়া অফিসের। ‌ফাইল ছবি।
advertisement
7/7
*নভেম্বরের মাঝামাঝি সময়তেও তীব্র শীতের আমেজ উপভোগ করতে পারছে না দক্ষিণবঙ্গ। ‌ এবছর বেশ খানিকটা দেরিতে প্রবেশ করছে শীত। যদিও তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে প্রতিদিন। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather: নভেম্বরের ১৫ তারিখেও উধাও ঠান্ডার আমেজ, বৃষ্টির সম্ভাবনা ২ জেলায়, আবহাওয়ার বড় খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল