Weather: জমছে কালো মেঘ, রাতেই দিঘা-সহ দক্ষিণের জেলায় জেলায় ধেয়ে আসছে তুমুল ঝড়বৃষ্টি? লেটেস্ট আপডেট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Weather: দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস। ভ্যাপসা গরমে নাজেহাল হবেন মানুষ। তীব্র দাবদাহের মাঝে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/10

*উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস। অন্যান্য জেলাতেও ভ্যাপসা গরম নাজেহাল মানুষ। তীব্র দাবদাহের মাঝে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
2/10
*দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু একই জায়গায় অবস্থান করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে। সেই সঙ্গে বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। ফাইল ছবি।
advertisement
3/10
*উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলাগুলিতে এ দিনও ভারী বৃষ্টির সতর্কতার দিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি।
advertisement
4/10
*উত্তরবঙ্গে যেখানে বর্ষা প্রবেশ করায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের সেখানে এখনও বর্ষা প্রবেশ করেনি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ চলছে। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায় তীব্র তাপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যান্য জেলাগুলিতে দাবদহ চলছে। ফাইল ছবি।
advertisement
5/10
*তবে তার মধ্যে স্বস্তির খবর, সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষা না প্রবেশ করলেও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ফাইল ছবি।
advertisement
6/10
*হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ৪-৫ দিনের মধ্যে এই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। ভ্যাপসা গরমে নাজেহাল হবেন মানুষ। বর্ষা কবে প্রবেশ করছে এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। ফাইল ছবি।
advertisement
7/10
*আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু একটু একটু করে অগ্রসর হচ্ছে স্থলভাগের দিকে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি ঠিক থাকলে ২১ জুনের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। ফাইল ছবি।
advertisement
8/10
*তবে মৌসুমী বায়ু প্রবেশ করার আগেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকেই। বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরমের হাত থেকে এখনই মুক্তি নেই। ফাইল ছবি।
advertisement
9/10
*দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ সর্বত্রই দাবদহ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই অস্বস্তি বাড়ছে। সোমবার সকাল থেকেই আংশিক মেঘাছন্ন ছিল আকাশ। রাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
10/10
*শেষ ২৪ ঘন্টায় দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ১৭ জুন সোমবার দিঘায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ। এ দিন বিকেলের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather: জমছে কালো মেঘ, রাতেই দিঘা-সহ দক্ষিণের জেলায় জেলায় ধেয়ে আসছে তুমুল ঝড়বৃষ্টি? লেটেস্ট আপডেট