WB Weather Alert: কনকনে শীতে কাঁপছে দক্ষিণ, পারদ আরও নেমে বইবে শৈত্যপ্রবাহ? বৃষ্টি হবে না তো? আবহাওয়ার বড় আপডেট
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
WB Weather Alert: জমিয়ে ব্যাটিং করছে শীত। রাজ্য জুড়ে ক্রমাগতই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তাপমাত্রার পারদ পতন হচ্ছে প্রতিনিয়ত। আগামী সাতদিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না এমনটাই পূর্বাভাস মিলেছে।
advertisement
1/6

*পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জমিয়ে ব্যাটিং করছে শীত। রাজ্য জুড়ে ক্রমাগতই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। তাপমাত্রার পারদ পতন হচ্ছে প্রতিনিয়ত। আগামী সাতদিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না এমনটাই পূর্বাভাস মিলেছে।
advertisement
2/6
*শীতের দাপট বাড়ছে দক্ষিণের জেলাগুলিতে। তীব্র শীত পড়তে দেখা যাচ্ছে দক্ষিণের পুরুলিয়া জেলায়। এক ঝটকায় বেশ খানিকটা নিম্নমুখী হয়েছে তাপমাত্রা। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের প্রভাব আরও বাড়বে বলে জানা যাচ্ছে।
advertisement
3/6
*এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াস। এক ঝটকায় অনেকখানি নেমে গিয়েছে তাপমাত্রা। শীতে কাবু জেলা পুরুলিয়া।
advertisement
4/6
*কনকনে শীতের আমেজ রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। শীতের পাশাপাশি কুয়াশার প্রভাব দেখা যাবে বেশ কিছু জায়গায়। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া-সহ সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। রোদের দাপট কম থাকবে।
advertisement
5/6
*দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে হাড় কাঁপানো শীতের প্রভাব পড়েছে। মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি সহ সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছিতে থাকবে। উত্তরের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা আরও অনেকখানি কম থাকবে। ঘন কুয়াশার চাদরে ঢাকবে উত্তরবঙ্গ।
advertisement
6/6
*এই মুহূর্তে নতুন করে আর নিম্নচাপের প্রভাব নেই। শীতের অনুভূতি বেশি থাকবে দক্ষিণবঙ্গে। শীতের আমেজ চেটেপুটে উপভোগ করবে দক্ষিণ বঙ্গবাসী। জেলা পুরুলিয়াতেও শীতের প্রভাব দেখা যাবে অনেকখানি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
WB Weather Alert: কনকনে শীতে কাঁপছে দক্ষিণ, পারদ আরও নেমে বইবে শৈত্যপ্রবাহ? বৃষ্টি হবে না তো? আবহাওয়ার বড় আপডেট