IMD West Bengal Weather: বৃষ্টি শেষ...! শনিবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় বদল! 'জবুথবু' শীত ফের কবে বাংলায়? 'ডেট' বলে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
IMD West Bengal Weather: শীত আর বৃষ্টির দ্বিমুখী ইনিংসে আপাতত বিরতি। বড় আপডেট দিয়ে দিল আবহাওয়া দফতর।
advertisement
1/10

শীত আর বৃষ্টির দ্বিমুখী ইনিংসে আপাতত বিরতি। বড় আপডেট দিয়ে দিল আবহাওয়া দফতর। এই মরশুমের শীত কিছুটা বিলম্বিত হলেও জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ যেতে না যেতেই রংবাজি দেখাতে শুরু করেছে হাড়কাঁপানো শীত।
advertisement
2/10
জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে শীতের দোসর হয়েছে নাছোড়বান্দা বৃষ্টি ও ঘন কুয়াশা। সব মিলিয়ে ঠান্ডায় হিমশিম হাল বাংলার মানুষের। গোটা দেশেও তথৈবচ অবস্থা। গত ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে।
advertisement
3/10
এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টিপাত এবং ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহার ও ছত্তিশগড়ের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে গত দু'দিন। বৃষ্টি আর দমকা হাওয়ার শেষে আজ আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়ে দিল আইএমডি।
advertisement
4/10
বাংলায় কেমন থাকবে আবহাওয়া? পূর্বাভাস বলছে, আজও উত্তরবঙ্গে কোল্ড ডে পরিস্থিতি থাকবে। সকালে মেঘলা আকাশ ও কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মাত্র দু একটি জেলায়। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
5/10
তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল থেকে আবহাওয়ার উন্নতি হবে। মোটের উপর শুস্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। যদিও সিকিমে তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন।
advertisement
6/10
দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তার প্রভাব পড়বে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা অনেকটা নেমে যাবে; শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে এই স্থানগুলিতে।
advertisement
7/10
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় আর বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে এই ক'দিন। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
advertisement
8/10
বৃষ্টির পর এবার ঘন কুয়াশার সর্তকতা থাকবে কয়েকটি জেলায়। কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তারপরেই তাপমাত্রা ক্রমশ বাড়বে। কমবে শীতের দাপট।
advertisement
9/10
দক্ষিণবঙ্গ জুড়ে সকালে মেঘলা আকাশ থাকবে। কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ও বর্ধমান-সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে। তবে বৃষ্টির পূর্বাভাস শুধু রয়েছে উপকূলের কিছু অংশে। বাকি দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে।
advertisement
10/10
সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে। আগামিকাল থেকেই শুষ্ক আবহাওয়া আবহাওয়া পরিলক্ষিত হবে দক্ষিণবঙ্গে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: বৃষ্টি শেষ...! শনিবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় বদল! 'জবুথবু' শীত ফের কবে বাংলায়? 'ডেট' বলে দিল IMD