IMD West Bengal Weather: ঝপ ঝপ করে নামছে 'পারদ'...! কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ, উত্তরে দাঁত বসাচ্ছে শীত, কী হতে চলেছে আগামী ২৪ ঘণ্টায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD West Bengal Weather: প্রায় শীতল দিনের মতো পরিস্থিতি বাংলা জুড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে পৌঁছে গিয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। পারদ লাফিয়ে লাফিয়ে নামছে উত্তরেও। দার্জিলিংয়ে চরম ঠান্ডা। দার্জিলিঙের তাপমাত্রা পৌঁছল ১ ৫ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
1/15

প্রায় শীতল দিনের মতো পরিস্থিতি বাংলা জুড়ে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে পৌঁছে গিয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। পারদ লাফিয়ে লাফিয়ে নামছে উত্তরেও। দার্জিলিংয়ে চরম ঠান্ডা। দার্জিলিঙের তাপমাত্রা পৌঁছল ১ ৫ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
2/15
সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকলে শীতল দিনের পরিস্থিতি হয়। কলকাতায় গতকাল, সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল।
advertisement
3/15
আজও সেই রকম পরিস্থিতি। আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কাজেই শীতল দিনের মতো পরিস্থিতি আজ থাকবে কলকাতায়। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
4/15
গতকাল, সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে ডায়মন্ড হারবারে আরও কমল, ৯ ডিগ্রিতে পারদ।
advertisement
5/15
শৈত্যপ্রবাহের কাছাকাছি পৌঁছে গিয়েছে বীরভূমের সিউড়ি আর শ্রীনিকেতনে। পারদ পৌঁছে গিয়েছে ৬ ডিগ্রিতে। ৬ ২ ডিগ্রিতে কাঁপছে দুই শহর।
advertisement
6/15
কনকনে শীতে কাঁপছে নদিয়া। ঘন কুয়াশার জেরে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন, ট্রেন। আগুন জ্বালিয়ে উষ্ণতার ছোঁয়া পেতে মরিয়া মানুষ। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে কৃষ্ণনগর-সহ নদিয়ার বিস্তীর্ণ এলাকা।
advertisement
7/15
কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা। যে কারণে কৃষ্ণনগর চরমভাবাপন্ন। শীতকালে বেশি শীত আবার গরমকালে বেশি গরম। সেই কারণে কনকনে শীতে জবুথবু শহরবাসী।
advertisement
8/15
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মেলেনি। আজও আবহাওয়া একই রকম থাকতে পারে।
advertisement
9/15
শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের শহর, পুরুলিয়া। আজ জেলার সার্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশার দাপট পুরুলিয়ায়। শীতে জবুথবু অবস্থা সর্বত্র। জেলা জুড়ে শীতের ছবিটা একই রকম।
advertisement
10/15
কনকনে ঠান্ডার মাঝে সাদা কুয়াশা চাদরে ঢেকেছে পশ্চিম মেদিনীপুর জেলা। এলাকা জুড়ে চরম অস্বস্তিতে জনজীবন, বেলা বাড়লেও কুয়াশার দাপট বাড়ছে রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় ধীরগতিতে চলছে গাড়ি।
advertisement
11/15
জেলা বাঁকুড়ায় ঠান্ডায় একটু উষ্ণতা পেতে রাস্তার ধারে ধারে চলছে আগুন পোহানো। ঠকঠকানি ঠান্ডায় কাপছে জেলা বাঁকুড়া। জেলা জুড়ে শীতের প্রকোপ। তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে রয়েছে হালকা কুয়াশা, উত্তরে হিমেল হাওয়ার প্রভাব।
advertisement
12/15
সবে মিলে কার্যত শীতে কাঁপছে জেলা বাঁকুড়া। নিতান্তই প্রয়োজন এ যারা বাড়ির বাইরে বেরিয়েছেন এই ঠান্ডা থেকে বাঁচতে কেউ আগুনে হাত সেঁকে, কেউ বা গরম চায়ের পেয়ালায় চুমুক দিয়ে শরীর গরম করে নেওয়ার চেষ্টা করছেন। শীতের সেই চেনা ছবি জেলার সর্বত্র।
advertisement
13/15
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে শীতের এই স্পেল চলবে। কুয়াশার কারণে সকালবেলা সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। শীতপ্রবাহ অব্যাহত থাকলেও পর্যটকদের ভিড়ে উত্তরবঙ্গের শীতের সৌন্দর্য এখন উপভোগের শীর্ষে।
advertisement
14/15
এরই মধ্যে বৃষ্টিরও পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের বুলেটিন বলছে,দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।
advertisement
15/15
দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী অন্তত তিন দিন দক্ষিণের সর্বত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। তবে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে রবিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: ঝপ ঝপ করে নামছে 'পারদ'...! কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ, উত্তরে দাঁত বসাচ্ছে শীত, কী হতে চলেছে আগামী ২৪ ঘণ্টায়? জানিয়ে দিল IMD