Kalbaishakhi Alert: মঙ্গলে বিকেল গড়ালেই কলকাতা-সহ জেলায় কালবৈশাখীর তাণ্ডব? দিনভর কতটা চড়বে তাপমাত্রা? আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Kalbaishakhi Alert: কালবৈশাখীর সম্ভাবনা বেশি বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়।
advertisement
1/10

*সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চরম গরমের পরিস্থিতি। তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা। পাশাপাশি কলকাতা সংলগ্ন ও উপকূলবর্তী জেলায় দাবদাহের পরিস্থিতি। উপকূলবর্তী জেলায় দাবদাহের হলুদ সর্তকতা। ফাইল ছবি।
advertisement
2/10
*এই দাবদাহ পরিস্থিতির মাঝেই দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ফাইল ছবি।
advertisement
3/10
*রবিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টির কারণে বেশ কিছু জেলায় তাপমাত্রা কমেছে। দক্ষিণবঙ্গে আগামী দু'দিন তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। নতুন করে তাপমাত্রা আর বাড়বে না। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা অনেকটা নেমে যেতে পারে বলে অনুমান। ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দিনের তাপমাত্রা পতন হতে পারে। তবে রাতের অস্বস্তি অব্যাহত থাকবে। ফাইল ছবি।
advertisement
4/10
*আজ বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। এই ধরনের বৃষ্টিপাত খুব সামান্য সময়ের জন্য হতে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। ফাইল ছবি।
advertisement
5/10
*বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে নিবিড় বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা রাতের দিকে দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে। ফাইল ছবি।
advertisement
6/10
*কালবৈশাখীর সম্ভাবনা বেশি বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। ফাইল ছবি।
advertisement
7/10
*আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। কলকাতা, কলকাতা সংলগ্ন জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে। ফাইল ছবি।
advertisement
8/10
*তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। তবে বিকেল বা সন্ধের সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে সোমবার ও বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
advertisement
9/10
*কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সোমবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির খুব সামান্য সম্ভবনা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। ফাইল ছবি।
advertisement
10/10
*উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। আগামী তিনদিন একই থাকবে তাপমাত্রা। পরে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kalbaishakhi Alert: মঙ্গলে বিকেল গড়ালেই কলকাতা-সহ জেলায় কালবৈশাখীর তাণ্ডব? দিনভর কতটা চড়বে তাপমাত্রা? আবহাওয়ার লেটেস্ট আপডেট