IMD Weather Update: এপ্রিলেই আসছে ঘূর্ণিঝড়...! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ভাসবে দক্ষিণের একাধিক জেলা, কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় আপডেট দিল IMD
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Weather Update: দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার বেশ খানিকটা ভোলবদল হচ্ছে। টানা বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে , ভিজবে দক্ষিণের বেশ কিছু জেলা।
advertisement
1/10

তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। সকাল থেকেই রোদের তাপে চামড়া পুড়ে যাওয়ার অবস্থা। চাঁদিফাটা গরমে হাঁসফাঁস অবস্থা সকলের৷ এপ্রিল মাসেই বঙ্গোপসাগরে তৈরি হবে দুটি নিম্নচাপ। যার ফলে একটি নিম্নচাপ পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে।
advertisement
2/10
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে তেমন পড়বে কিনা সেই বিষয়ে এখনও কিছু বিশদে কিছু জানা যাই নি। তবে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে৷
advertisement
3/10
প্রতিনিয়তরূপ বদল করছে প্রকৃতি। কখনও তীব্র গরমের দাপট তো কখনও বৃষ্টির পূর্বাভাস। নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে এর মাঝে কিছুটা স্বস্তির খবর মিলেছে। আগামী কয়েক দিনে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভিজতে পারে জেলা পুরুলিয়া।
advertisement
4/10
তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পাবে জেলাবাসী। গরমের দাপটে নাজেহাল অবস্থা হয়েছে সকলের। বিগত দিনে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। যদিও আবার পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
advertisement
5/10
এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। আবহাওয়ার ভোলবদল হওয়ায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী।
advertisement
6/10
দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভিজতে পারে বেশ কিছু জেলা। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া কিছুটা স্বস্তির থাকবে। তাপমাত্রা পারদ উঠা-নামা করবে এই কয়েকদিন।
advertisement
7/10
বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাবে বেশ খানিকটা। প্রবল ঝড় বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে বেশিরভাগ জায়গা।
advertisement
8/10
ফের বৃষ্টির সম্ভাবনা বাড়ছে উত্তরের জেলাগুলিতে। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহে।
advertisement
9/10
সোমবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরের সব জেলাতেই। তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। মোটের উপর ঠান্ডার আমেজ বহাল থাকছে উত্তরে।
advertisement
10/10
দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার বেশ খানিকটা ভোলবদল হচ্ছে। মোটামুটি সকাল থেকেই মেঘলা আকাশে ঢেকেছে বেশির ভাগ জেলা। রোদের দাপটও বেশ খানিকটা কম রয়েছে। জেলা পুরুলিয়াতে তাপমাত্রা নিম্নমুখী। (তথ্য- শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: এপ্রিলেই আসছে ঘূর্ণিঝড়...! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ভাসবে দক্ষিণের একাধিক জেলা, কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় আপডেট দিল IMD