IMD Bengal Weather Update: শুক্রতে কমবে বৃষ্টি! ফের সোমবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন! দক্ষিণের ৩ জেলায় ভারী ঝড়বৃষ্টি
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
একটানা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। আপাতত বৃষ্টি কমার তো কোনও লক্ষণই নেই উল্টে বাড়ছে বৃষ্টির দাপট। মেঘলা আকাশে রোদের দেখা নেই। তবে ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে। অতিরিক্ত বৃষ্টির জেরে জেলা পুরুলিয়ার একাধিক জায়গা জলমগ্ন হয়ে আছে।
advertisement
1/7

একটানা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। আপাতত বৃষ্টি কমার তো কোনও লক্ষণই নেই উল্টে বাড়ছে বৃষ্টির দাপট। মেঘলা আকাশে রোদের দেখা নেই। তবে ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে। অতিরিক্ত বৃষ্টির জেরে জেলা পুরুলিয়ার একাধিক জায়গা জলমগ্ন হয়ে আছে।
advertisement
2/7
এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে তাপমাত্রার পরিবর্তনের কোনও রকম সম্ভাবনা নেই।
advertisement
3/7
গোটা বঙ্গ জুড়ে চলছে বৃষ্টির রাজত্ব। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত পরিমাণে কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে বজবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গী হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
advertisement
4/7
এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়াতে। আশা করা যাচ্ছে, আগামীকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে। পারে বদলাতে পারে পরিস্থিতি।
advertisement
5/7
দক্ষিণের পাশাপাশি বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গও। তুলনামূলকভাবে হালকা বৃষ্টি চলছে উত্তরে সব জেলাগুলিতেই। চলতি সপ্তাহে একই রকম পরিস্থিতি বজায় থাকবে। তবে সপ্তাহ শুরুতে বৃষ্টির দাপট ভয়ংকর হতে পারে।
advertisement
6/7
ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ একাধিক জেলায়। আপাতত তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস থেকে জানা যাচ্ছে, বর্তমানে নিম্নচাপের অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
7/7
মৌসুমী অক্ষরেখার অবস্থানও তার মধ্যেই রয়েছে। সব মিলিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দক্ষিণ বঙ্গীয় জেলাগুলিতে। বিশেষ করে উপকূলীয় এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশে সমুদ্র উত্তল থাকার সম্ভাবনা রয়েছে। নিষেধাজ্ঞাও জারি রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর। বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও যেকোনো মুহূর্তেই বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আপাতত বৃষ্টি কমার কোনও পূর্বাভাস নেই।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Bengal Weather Update: শুক্রতে কমবে বৃষ্টি! ফের সোমবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন! দক্ষিণের ৩ জেলায় ভারী ঝড়বৃষ্টি