IMD Weather Update: আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়...! দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, ঝড়-জলে কাঁপবে ১০ জেলা, কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। একনজরে দেখে নেওয়া যাক আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
advertisement
1/19

সমানে ভোল বদলাচ্ছে আবহাওয়া। এই ঝমঝমিয়ে বৃষ্টি তো এই রোদ। আবহাওয়া দফতর সর্বশেষ আপডেট দিয়ে জানিয়েছেন এই সপ্তাহের শুরুতে ফের রাজ্যে মৌসুমী অক্ষরেখা ফিরতে পারে।
advertisement
2/19
এর জেরে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। একনজরে দেখে নেওয়া যাক আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
advertisement
3/19
সোমে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বর্ষণ?হাওয়া অফিসের পূর্বাভাস, সোমে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হবে না। কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ব্যাপকতা কমবে এই দিন।
advertisement
4/19
তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। বাড়বে ভোগান্তি। এরপর মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
5/19
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
advertisement
6/19
মঙ্গলে বজবিদ্যুৎ-সহ বৃষ্টির অধিক সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
advertisement
7/19
আজকের আবহাওয়া:মৌসুমী অক্ষরেখা বাংলায় ফিরেছে। ফলে বাংলা- ওড়িশা উপকূলে নিম্নচাপের আশঙ্কা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূলে সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে।
advertisement
8/19
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার ২রা সেপ্টেম্বর থেকে ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
advertisement
9/19
দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। কখনও মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
advertisement
10/19
মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের সাত জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত।
advertisement
11/19
বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। মঙ্গলে বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
advertisement
12/19
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
13/19
বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা।
advertisement
14/19
উত্তরবঙ্গের আবহাওয়া:উত্তরবঙ্গে সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মালদহ, দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
15/19
মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
16/19
কলকাতার আবহাওয়া:সকাল থেকে আর্দ্রতা জনিত অস্বস্তি চলছে শহর জুড়ে। বেলা যত বাড়বে অস্বস্তি বাড়বে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
17/19
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ--সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। মেঘলা আকাশ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া লাগোয়া এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
18/19
কলকাতার তাপমাত্রা:সোম সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
19/19
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায়...! দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, ঝড়-জলে কাঁপবে ১০ জেলা, কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD