TRENDING:

IMD Weather Update: গতি হারিয়েছে মৌসুমী বায়ু! বঙ্গে বর্ষা ঢুকবে কবে? নতুন দিনক্ষণ জানাল হাওয়া অফিস, নিম্নচাপ নিয়েও ফের বড় আপডেট

Last Updated:
IMD Weather Update: এ বছর আন্দামানে আগেই এসেছে বর্ষা। একই গতিতে কেরলেও আগাম বর্ষার বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপ গতি বাড়িয়েছে মৌসুমী অক্ষরেখায়।
advertisement
1/10
গতি হারিয়েছে মৌসুমী বায়ু! বঙ্গে বর্ষা ঢুকবে কবে? নতুন দিনক্ষণ জানাল হাওয়া অফিস
এ বছর আন্দামানে আগেই এসেছে বর্ষা। একই গতিতে কেরলেও আগাম বর্ষার বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপ গতি বাড়িয়েছে মৌসুমী অক্ষরেখায়। খুব দ্রুত উত্তর-পূর্ব ভারতের রাজ্য পেরিয়ে উত্তরবঙ্গেও ঢুকে পড়েছে দশ দিন আগে বর্ষা।
advertisement
2/10
কিন্তু তারপরই নিম্নচাপ সরে যেতে গতি হারিয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে বর্ষা কবে? দিন হাতড়াচ্ছেন আবহাওয়াবিদরা! আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান ১১ থেকে ১২ই জুন বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে।
advertisement
3/10
আন্দামানে আগে বর্ষা এলেই মনে করা হয় ভারতের মূল ভূখণ্ডেও বর্ষা আগে আসতে পারে! আবার কেরলে আগাম বর্ষা হলেই যে বাংলায় তথা কলকাতায় আগে বর্ষা আসবে এমন কোনও নিয়ম নেই আবহাওয়ার পরিভাষায়। অনেক সময় দেখা গিয়েছে কেরলে নির্ধারিত সময়ের আগেই বর্ষা এসে হাজির হয়েছে। কিন্তু বাংলার পথে দেরী হয়েছে বর্ষার।
advertisement
4/10
জুন মাসের প্রায় শেষে কলকাতায় বর্ষা এসেছে এমন নজির অমিল নয়। কেরলে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু দুই সপ্তাহের মধ্যেই কলকাতায় বর্ষা এসেছে এমন নজির যেমন আছে। তেমনি কেরলে বর্ষা এসেছে তার এক মাসেও কলকাতায় বর্ষা আসেনি এমন নজরেও অমিল নয়। অন্তত ভারতের মৌসম ভবনের তথ্য অনুসন্ধান করলে এইরকম তথ্য উঠে এসেছে।
advertisement
5/10
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবার নির্ধারিত সময়ের অনেকদিন আগেই বর্ষা ঢুকে ছিল। কেরলে বর্ষা এসেছে ৮ দিন আগে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে ১০ দিন আগে। কিন্তু ভারতের মৌসম ভবনের বিজ্ঞানীদের যা অনুমান তাতে নির্ধারিত সময়ের পরেই এবার বর্ষা আসবে কলকাতায় বা দক্ষিণবঙ্গে।
advertisement
6/10
একবার ভারতের মৌসম ভবন বা আবহাওয়া দফতরের গত কয়েক বছরের তথ্যানুসন্ধান দেখা যাক। কেরলে বর্ষা কবে পৌঁছেছিল আর দক্ষিণবঙ্গেই বা কবে এসে পৌঁছল। এখানে উল্লেখ্য আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ থেকে ২১ মে বর্ষা আসে। কেরলে বর্ষা আসে ১ জুন। উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়িতে বর্ষা ঢোকে ৮ জুন। আর দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতায় বর্ষা আসার নির্ধারিত সময়ে ১০ই জুন।
advertisement
7/10
২০২৫ সালে ১৩ ই মে বর্ষা ঢুকেছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। কেরলে বর্ষা ঢোকে ২৪ শে মে। আর উত্তরবঙ্গে বর্ষা আসে ২৯ শে মে। আগাম বর্ষা তো দূরে থাক দক্ষিণবঙ্গে এ বছর বর্ষা ১০ই মে নির্ধারিত সময়ের পরেই আসবে বলে অনুমান করছেন আবহাওয়াবিজ্ঞানীরা।
advertisement
8/10
১৯৯০ সালে কেরলে বর্ষা এসেছিল ২৫ শে মে আর দক্ষিণবঙ্গে বর্ষা আসে ৬ই জুন। ১৯৯৫ সালে ২৬ শে মে কেরলে বর্ষা এসেছিল কিন্তু বাংলায় বা দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল ১৭ই জুন। ২০০৭ সালে ২৮ শে মে কেরলে বর্ষা ঢুকেছিল কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল ১৪ই জুন।
advertisement
9/10
২০০৯ সালে ২৩ শে মে বর্ষা এসেছিল কেরলে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা আসে ২৮শে জুন। ২০১০ সালে ৩১ শে মে বর্ষা আসে কেরলে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল ১৭ই জুন। ২০১১ সালে ২৯ শে মে বর্ষা এসেছিল কেরলে কিন্তু বাংলায় দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১৪ই জুন। ২০১৭ সালে ৩০ শে মে বর্ষায় এসেছিল কেরলে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা আসতে ১৫ ই জুন হয়ে যায়।
advertisement
10/10
২০১৮ সালে ২৯ মে বর্ষা এসেছিল কেরলে আর ২২শে জুন বর্ষা আসে দক্ষিণবঙ্গে। ২০২২ সালে ২৯ শে মে বর্ষা এসেছিল কেরলে কিন্তু ১৮ই জুন বর্ষা আসে দক্ষিণবঙ্গে। ২০২৪ সালে ৩০ শে মে বর্ষা ঢুকেছিল কেরলে কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা আসতে সময় লেগেছিল ২১শে জুন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: গতি হারিয়েছে মৌসুমী বায়ু! বঙ্গে বর্ষা ঢুকবে কবে? নতুন দিনক্ষণ জানাল হাওয়া অফিস, নিম্নচাপ নিয়েও ফের বড় আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল