Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণের কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
টানা গরমের মাঝে মিলছেনা স্বস্তি , এক নজরে আবহাওয়ার আপডেট!
advertisement
1/6

কখনও বাড়ছে গরম আবার কখনও বাড়ছে বৃষ্টির পরিমাণ। রোদের প্রখর তেজে জ্বলছে গোটা বঙ্গ। গরমের মাঝে বেশ খানিকটা স্বস্তির খবর মিলেছে। বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জায়গায়। জেলা পুরুলিয়াতে অসস্তিকর আবহাওয়া রয়েছে।
advertisement
2/6
এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে, আবহাওয়া দফতর সূত্রে। তবে প্রতি মুহূর্তেই তাপমাত্রার সঙ্গে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
advertisement
3/6
দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা।
advertisement
4/6
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। সঙ্গে দোসর হতে পারে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও।
advertisement
5/6
অপরদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে জেলায় জেলায়। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
advertisement
6/6
বর্ষার মরসুম এখনও বঙ্গে উপস্থিত হয়নি। তবে একটানা বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রার পারদ, এমনটাই আশা করছেন আবহাওয়াবিদরা। হাঁসফাঁস গরম থেকে স্বস্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি! সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণের কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা? জেনে নিন