Weather Update: এখনই উঠবে ঝড়! ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, প্রকৃতির তাণ্ডবে কাঁপবে দক্ষিণের কোন জেলা? আবহাওয়ার বড় আপডেট
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Weather Update: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী এক ঘন্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এক জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
1/7

বুধবার থেকে আবহাওয়ায় বড় বদলের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বসন্তেই ঝড়-বৃষ্টির তাণ্ডব রাজ‍্যের একাধিক জেলায়। আগামী কয়েকঘণ্টার মধ‍্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হবে দক্ষিণের এক জেলায়।
advertisement
2/7
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী এক ঘন্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এক জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
3/7
আগামী এক ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া জেলার কিছু অংশে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো বাতাস। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/7
দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বীরভূম ও পশ্চিম বর্ধমান এবং মু্র্শিদাবাদ জেলার কিছু অংশেও ঝড়বৃষ্টি ধেয়ে আসার সম্ভাবনা।
advertisement
5/7
IMD-র ওয়েদার আপডেট অনুসারে বঙ্গোপাসাগরের উপর তৈরি হয়ে রয়েছে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন৷ এরই মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে একটি সক্রিয় অক্ষরেখা৷ এটি বিস্তৃত রয়েছে লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত।
advertisement
6/7
বুধবার থেকে আবহাওয়া বদলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই বাড়ছে তাপমাত্রার পারদ।
advertisement
7/7
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে। পশ্চিমে জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা। অন্যান্য জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মাঝেই আবার কালবৈশাখীর ঝড় বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: এখনই উঠবে ঝড়! ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, প্রকৃতির তাণ্ডবে কাঁপবে দক্ষিণের কোন জেলা? আবহাওয়ার বড় আপডেট