Weather Update: টানা দুর্যোগের পর রোদ...চড়চড়িয়ে বাড়ছে পারদ! ফের ঝড়বৃষ্টি হবে কী? তোলপাড় করা আবহাওয়া রিপোর্ট
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Weather Update: বেশ কয়েকদিন টানা ঝড়বৃষ্টির পর মেঘ কেটে রোদের আবহাওয়া ফিরেছে বঙ্গে। ফের গরমের অনুভূতি হতে চলেছে।
advertisement
1/7

বেশ কয়েকদিন টানা ঝড়বৃষ্টির পর মেঘ কেটে রোদের আবহাওয়া ফিরেছে বঙ্গে। ফের গরমের অনুভূতি হতে চলেছে। সন্ধ্যের দিকে হালকা ঠান্ডা বাতাস বইছে। বিগত দিনে যেন শীত নেমে এসেছিল জেলায়। তবে আবহাওয়ার পরিবর্তন হয়েছে আবারও।
advertisement
2/7
জেলা পুরুলিয়াতে স্বাভাবিক হয়েছে তাপমাত্রা। আবারও ধীরে ধীরে তাপমাত্রায় পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। জেলা পুরুলিয়ায় সকালের দিকে রোদের দেখা মিলছে। বেলা গড়াতে রোদ কমতে দেখা যাচ্ছে।
advertisement
3/7
এইদিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা পারদ থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। চলতি সপ্তাহ থেকে তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হবে জেলায়।
advertisement
4/7
সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের হাওয়া বদল হয়েছিল। রবিবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি একই ছিল। সোমবার থেকে ফের পরিস্থিতি বদলেছে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে।
advertisement
5/7
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। গরমের দাপট শুরু হচ্ছে পুনরায়।
advertisement
6/7
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের তাপমাত্রাও বৃদ্ধি পাবে। সেখানে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার উত্তরের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
advertisement
7/7
সোমবার থেকে ফের পরিস্থিতি বদলেছে। আবহাওয়া আবারও পরিবর্তন হবে। আপাতত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ওঠা-নামা করছে। ফের পরিস্থিতি বদলাতে শুরু করছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: টানা দুর্যোগের পর রোদ...চড়চড়িয়ে বাড়ছে পারদ! ফের ঝড়বৃষ্টি হবে কী? তোলপাড় করা আবহাওয়া রিপোর্ট