IMD Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বীভৎস গরম, বৃষ্টির সম্ভাবনা এখনই নেই! অসুস্থতা এড়াতে সাবধান হোন
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: সময়ের ১০ দিন আগে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। আপাতত উত্তরবঙ্গেই রয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে কবে হবে বৃষ্টি?
advertisement
1/9

চরম গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। একদিকে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। অন্যদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চরম অস্বস্তিকর আবহাওয়া।
advertisement
2/9
এই অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে এখনই রেহাই নেই। কারণ আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বিক্ষিপ্ত ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে দক্ষিণবঙ্গের কিছু জেলায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/9
চলতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগেই প্রবেশ করেছে। সময়ের ১০ দিন আগে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। আপাতত উত্তরবঙ্গেই রয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বাড়ছে তাপমাত্রা।
advertisement
4/9
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে। উত্তরবঙ্গে জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষার অনুকুল পরিবেশ। কিন্তু সেই সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার-সহ দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/9
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেড়েছে তাপমাত্রা পারদ। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, আগামী কয়েক দিন ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বিরাজ করবে।
advertisement
6/9
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রার পারদ চরমে উঠছে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তির হাত থেকে রেহাই নেই।
advertisement
7/9
দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় তীব্র গরমে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। দিঘা-সহ জেলার সব প্রান্তেই বেড়েছে তাপমাত্রার পারদ। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
advertisement
8/9
২ জুন সোমবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ শতাংশ।
advertisement
9/9
দিঘা-সহ জেলায় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে এদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা জনিত অস্বস্তি বিরাজ করবে। (রিপোর্টার-- সৈকত শী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বীভৎস গরম, বৃষ্টির সম্ভাবনা এখনই নেই! অসুস্থতা এড়াতে সাবধান হোন