IMD Weather Update: ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ...! 'তোলপাড়' হবে আবহাওয়া, ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণের একাধিক জেলায়, কলকাতাও কি ভাসবে? জানিয়ে দিল IMD
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
IMD Weather Update: একে সপ্তাহের শেষ দিন। তার উপর সকাল থেকে চলছে বৃষ্টি। ফলে উপকূলীয় এলাকায় শুনশান পথঘাট। খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই।
advertisement
1/6

একে সপ্তাহের শেষ দিন। তার উপর সকাল থেকে চলছে বৃষ্টি। ফলে উপকূলীয় এলাকায় শুনশান পথঘাট। খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই।
advertisement
2/6
আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আরও শক্তি বাড়াবে, অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে।
advertisement
3/6
সকাল থেকে আকাশের মুখ ভার। আগামী দু’দিন হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সঙ্গে সকালের দিকে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
4/6
দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। তবে বৃষ্টি কমলেই আবারও জাঁকিয়ে ঠান্ডা পড়বে উপকূলে।
advertisement
5/6
এদিকে এই অকাল বৃষ্টির জেরে মাঠে ধান কাটায় সমস্যা হচ্ছে। অনেকেই ধান কেটে ফেললেও মাঠ থেকে সেই ধান বাড়িতে আনতে পারেননি, ফলে অসুবিধা হচ্ছে বিস্তর।
advertisement
6/6
বৃষ্টির জেরে উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ রয়েছে। সাগরেও বৃষ্টি হচ্ছে, ফলে পর্যটকরা এই শীতে বর্ষার আমেজ উপভোগ করছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: ভয়ঙ্কর শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ...! 'তোলপাড়' হবে আবহাওয়া, ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণের একাধিক জেলায়, কলকাতাও কি ভাসবে? জানিয়ে দিল IMD