IMD Weather Update: ফুঁসছে নিম্নচাপ...! বৃহস্পতিবার থেকেই ঘুরবে খেলা, কী হতে চলেছে শুক্র, শনি, রবি? ভাসবে কলকাতা? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে পরিণত নিম্নচাপ। মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপটি গোপালপুরের কাছে ওড়িশা স্থলভাগে ঢুকে পড়েছে। এটি এই মুহূর্তে দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
advertisement
1/12

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে পরিণত নিম্নচাপ। মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপটি গোপালপুরের কাছে ওড়িশা স্থলভাগে ঢুকে পড়েছে। এটি এই মুহূর্তে দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
advertisement
2/12
সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
advertisement
3/12
২২ ও ২৩ অগাস্ট শুক্রবার এবং শনিবারের জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/12
এ সপ্তাহ জুড়েই রাজ্যের প্রায় সব জেলাতেই কোনও কোনও অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বইতে পারে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।
advertisement
5/12
বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কয়েকটি জেলায়, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষ দিকে ভারী বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/12
দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার ও আগামিকাল বুধবারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি থাকবে দক্ষিণবঙ্গে।
advertisement
7/12
বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
8/12
শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা।
advertisement
9/12
রবিবারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
10/12
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। সোম এবং মঙ্গল বার এই দুদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের ৫ জেলায়।
advertisement
11/12
বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি।
advertisement
12/12
শনিবার রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দুই দিনাজপুরে। সোমবারেও আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: ফুঁসছে নিম্নচাপ...! বৃহস্পতিবার থেকেই ঘুরবে খেলা, কী হতে চলেছে শুক্র, শনি, রবি? ভাসবে কলকাতা? জানিয়ে দিল IMD