IMD Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ হুঁশিয়ারি...! দক্ষিণবঙ্গে ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! আগামী ৪৮ ঘণ্টা কী হবে কলকাতায়? জানিয়ে দিল আলিপুর
- Published by:Sanjukta Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Weather Update: সাগরে নিম্নচাপ! মৌসুমী অক্ষরেখা সক্রিয়! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কাঁপিয়ে বৃষ্টি! আগামী ৪৮ ঘণ্টায় কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
advertisement
1/14

উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে যাবে।
advertisement
2/14
নতুন করে নিম্নচাপ বাংলাদেশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ওড়িশা ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপ। আর এরই জেরে মৌসুমী অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে। এই জোড়া ফলায় দক্ষিণবঙ্গে সব জেলায় সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
3/14
কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সোমবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, বাংলা ও ওড়িশায়।
advertisement
4/14
নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। মধ্যপ্রদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো সরে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছবে। সেখানে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কচ্ছে পৌঁছবে। আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে।
advertisement
5/14
উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে যাবে।
advertisement
6/14
মৌসুমী অক্ষরেখা সক্রিয়। গভীর নিম্নচাপ মধ্যপ্রদেশের উপর দিয়ে সিদ্ধি, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে বাংলাদেশের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
7/14
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। আজ সোমবার পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে।
advertisement
8/14
দক্ষিণবঙ্গ:★আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি চলবে বেশ কয়েকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামী ২৪ ঘণ্টায়।
advertisement
9/14
★সোমবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সাত জেলায়। হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
10/14
ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা-সহ ৮ জেলাতে। কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
11/14
★মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ৫ জেলায়। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে।
advertisement
12/14
কলকাতা:আজও মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল মঙ্গলবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
advertisement
13/14
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
14/14
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৯ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টা বৃষ্টি হয়েছে ৪২.২ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ হুঁশিয়ারি...! দক্ষিণবঙ্গে ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! আগামী ৪৮ ঘণ্টা কী হবে কলকাতায়? জানিয়ে দিল আলিপুর