IMD Bengal Weather Update: আরব সাগরে নিম্নচাপ...! সপ্তমী-অষ্টমীতে বাংলায় বৃষ্টি? মাটি হবে ঠাকুর দেখা! বড় আপডেট
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD Bengal Weather Update: পুজোর দিনগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু পঞ্চমীর প্যান্ডেল হপিং চলল বৃষ্টি মাথায় করে। পঞ্চমী সকাল থেকে হালকা মেঘলা আকাশ ও মাঝের মধ্যে রোদের দেখা মিলেছিল।
advertisement
1/7

পুজোর দিনগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু পঞ্চমীর প্যান্ডেল হপিং চলল বৃষ্টি মাথায় করে। পঞ্চমী সকাল থেকে হালকা মেঘলা আকাশ ও মাঝের মধ্যে রোদের দেখা মিলেছিল। কিন্তু সন্ধ্যে নামতেই বৃষ্টির দেখা মিলেছিল জেলা পুরুলিয়ায়।
advertisement
2/7
ষষ্ঠীর দিন সকাল থেকে রয়েছে হালকা পুরুলিয়ায় আকাশ। তাই এই দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। টানা ঝড় বৃষ্টি হবে না কোনও জায়গাতেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিতে ভিজবে জেলার বিভিন্ন প্রান্ত এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
3/7
এইদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
4/7
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। প্রবল ঝড় বৃষ্টি সম্ভাবনা এই মুহূর্তে নেই দক্ষিণে। পুজোর মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে না। নতুন করে কোনও বড় ধরনের বিপর্যয় পুজোর মধ্যে আসছে না। দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়।
advertisement
5/7
পুরোপুরি বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। পুজোর প্রতিদিনই হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী ও সপ্তমীতেও মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণের একাধিক জেলা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে।
advertisement
6/7
অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে না। দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
7/7
তবে পুজোতে খুব বেশি সমস্যায় পড়তে হবে না উত্তরবঙ্গবাসীদের। মোটের ওপর ভালোই থাকবে আবহাওয়া। দক্ষিণের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে পুজোর কয়েকটা দিনে। কিছুটা হলেও পুজোর আনন্দে ব্যাঘাত ঘটবে। তবে প্রবল ঝড় বৃষ্টি হবে না কোথাও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Bengal Weather Update: আরব সাগরে নিম্নচাপ...! সপ্তমী-অষ্টমীতে বাংলায় বৃষ্টি? মাটি হবে ঠাকুর দেখা! বড় আপডেট