IMD Latest Weather Update: তুমুল বৃষ্টিতে লন্ডভন্ড ঠাকুর দেখার ভিড়! নিম্নচাপের খেল শুরু বঙ্গ জুড়ে, পুজোয় কি হাওয়াবদল?
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
IMD Latest Weather Update: বিক্ষিপ্ত বৃষ্টিতে বিঘ্ন ঘটতে পারে ঠাকুর দেখায়। জলযন্ত্রণায় ভুগতে না হুলেও রবিবার সকাল থেকে নাকাল করেছে কলকাতার বৃষ্টি। বিপুল যানজটে থমকে যাচ্ছে জনজীবন।
advertisement
1/9

মেঘ ভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড ঠাকুর দেখার ভিড়! নিম্নচাপের খেল শুরু বঙ্গ জুড়ে, পুজোয় কি হাওয়াবদল? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
advertisement
2/9
রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মূলত আংশিক মেঘলা আকাশ। কোনও কোনও জেলার দুয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে সামনের সপ্তাহের দিনগুলিতে। সংগৃহীত ছবি।
advertisement
3/9
নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় আছে মৌসুমী অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে শক্তিশালী অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
4/9
যার জেরে বাংলায় বদলাচ্ছে আবহাওয়ার খেল। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতে ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সতর্কতা। আশঙ্কা রয়েছে বজ্রপাতের।
advertisement
5/9
রবিবারেও বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/9
*প্রাক-পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র থাকবে উত্তাল। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে উপকূলবর্তী সংলগ্ন ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস। সংগৃহীত ছবি।
advertisement
7/9
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, জেলাতে।
advertisement
8/9
সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সোম থেকে শুক্র ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ। কোনও কোনও জেলার দু- এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
9/9
পুজোয় দুর্যোগের সম্ভাবনা এখনও নেই। বিক্ষিপ্ত বৃষ্টিতে বিঘ্ন ঘটতে পারে ঠাকুর দেখায়। জলযন্ত্রণায় ভুগতে না হুলেও রবিবার সকাল থেকে নাকাল করেছে কলকাতার বৃষ্টি। বিপুল যানজটে থমকে যাচ্ছে জনজীবন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Latest Weather Update: তুমুল বৃষ্টিতে লন্ডভন্ড ঠাকুর দেখার ভিড়! নিম্নচাপের খেল শুরু বঙ্গ জুড়ে, পুজোয় কি হাওয়াবদল?