মাঘ মাসেই শীত উধাও, সরস্বতীপুজোর পর থেকেই বাড়ছে তাপমাত্রার পারদ! রইল আবহাওয়ার 'আপডেট'
- Reported by:Ranjan Chanda
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পারদ। রাত হলেই ঠান্ডা আবহাওয়া। স্বাভাবিকভাবে শীতের মাস মাঘ মাসেও বেশ চড়া আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে।
advertisement
1/6

ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। সরস্বতী পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। সকালের দিকে সামান্য ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ।
advertisement
2/6
রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বেলায় যত বাড়ছে ততই যেন রোদের তাপ বাড়ছে। জঙ্গলমহল ঝাড়গ্রামের পাশাপাশি জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বেশ গরম অনুভূত হচ্ছে। রাত্রের দিকে সামান্য ঠান্ডা থাকলেও দিনের বেলায় ঠান্ডা উধাও।
advertisement
3/6
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, জঙ্গলমহলের তাপমাত্রা বাড়বে। রবিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি। একইভাবে খড়্গপুরের কলাইকুন্ডা এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৭.৮ এবং সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে বেশ অনেকটাই বেশি। একইভাবে মেদিনীপুর শহরের তাপমাত্রা সর্বোচ্চ ২৮. ৭ এবং সর্বনিম্ন ১৪.১ ডিগ্রি।
advertisement
4/6
আবহাওয়াবিদরা মনে করেন, সবুজ জঙ্গলে ঘেরা এলাকায় খুব সাধারণত তাপমাত্রা নিম্নমুখী থাকে। তবে ধীরে ধীরে তাপমাত্রা এতটাই ঊর্ধ্বমুখী জঙ্গল লাগোয়া এলাকায় তাপমাত্রা পারদ ছুঁয়েছে ২৮ ডিগ্রিতে। মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি। একইভাবে পুরুলিয়ার তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি। যা বেশ অনেকটাই।
advertisement
5/6
এইভাবে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যেমন দিঘা, হলদিয়া কিংবা কাঁথিতেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। সৈকত শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ এবং সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রি। একইভাবে হলদিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৮. সাত এবং সর্বনিম্ন ১৫.৬ ডিগ্রি। শুধু তাই নয় বীরভূমের শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ এবং সর্বনিম্ন ১২.১ ডিগ্রি।
advertisement
6/6
স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পারদ। রাত হলেই ঠান্ডা আবহাওয়া। স্বাভাবিকভাবে শীতের মাস মাঘ মাসেও বেশ চড়া আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মাঘ মাসেই শীত উধাও, সরস্বতীপুজোর পর থেকেই বাড়ছে তাপমাত্রার পারদ! রইল আবহাওয়ার 'আপডেট'