TRENDING:

West Medinipur News: স্বাধীনতা দিবসের দিন পিছু ছাড়ল না দুর্যোগ, জেলায় জেলায় বৃষ্টি

Last Updated:
সকাল থেকে জেলায় জেলায় বদলে গেল আবহাওয়া, ঝেঁপে নামল বৃষ্টি, জেলায় কেমন আবহাওয়া?
advertisement
1/5
আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, শুক্রবার সকাল থেকে ঝেঁপে বৃষ্টি এলাকায়, দিঘাতেও ব্যাপক বৃষ্টি
পশ্চিম মেদিনীপুর: স্বাধীনতা দিবসের দিন পিছু ছাড়ল না দুর্যোগ। সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি গোটা জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস মতই গোটা দিন বৃষ্টি হবে জেলা জুড়ে। কখনও বৃষ্টি আবার কখনও রোদ ঝলমলে আবহাওয়া বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেশ ভ্যাপসা গরম দুই জেলায়। কত দিনের তুলনায় তাপমাত্রার হেরফের না হলেও জেলা জুড়ে বেশ ঘর্মাক্ত পরিবেশ এদিন। বৃহস্পতিবার প্রবল জলোচ্ছ্বাসের সাক্ষী থেকেছে সৈকত নগরী দিঘা। তবে শুক্রবারও ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জেলা জুড়ে। সপ্তাহের শেষেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে, স্থানীয় হাওয়া অফিস।
advertisement
2/5
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুক্রবার সারাদিন বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। শুধু তাই নয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম থাকবে দুই জেলায়। শুধু তাই নয় শুক্রবারের পর শনিবারও বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।
advertisement
3/5
অন্যদিকে, আবহাওয়ার পরিবর্তনের কারণে পূর্ব মেদিনীপুর জেলায়ও বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দিঘা সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাসের সাক্ষী থেকেছে পর্যটক থেকে সাধারণ মানুষ।
advertisement
4/5
ইতিমধ্যেই আবহাওয়ার খামখেয়ালিপণার কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। স্থানীয় হাওয়া অফিস সূত্রে খবর, সৈকত নগরী দিঘা শিল্পাঞ্চল হলদিয়া তমলুক সহ বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবসের সারাদিন বৃষ্টি হবে।
advertisement
5/5
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এলাকায়। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে ৩১ ডিগ্রি। স্বাভাবিকভাবে ব্যাপক আবহাওয়ার বদল। স্বাধীনতা দিবসের দিন পিছু ছাড়ল না দুর্যোগ। সকাল থেকে মাঝারি বৃষ্টির কারণে নাজেহাল সাধারণ মানুষজন। Ranjan Chanda
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: স্বাধীনতা দিবসের দিন পিছু ছাড়ল না দুর্যোগ, জেলায় জেলায় বৃষ্টি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল