IMD Weather Alert: বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD Weather Alert: নিম্নচাপে উত্তাল সমুদ্র! ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে মৎস্য শিকার নিষেধাজ্ঞা জারি
advertisement
1/6

*জোড়া নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গ দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ। সমুদ্রে মৎস্য শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে এবং ঝোড়ো বাতাস বইবে, তাই মৎস্যজীবীদের জীবনের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement
2/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জোড়া নিম্নচাপের প্রভাবে সমুদ্রের উত্তাল হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কোথাও আবার ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্রের এই উত্তাল অবস্থায় মৎস্য শিকার করা অত্যন্ত বিপজ্জনক। তাই, মৎস্যজীবীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। কড়া নজর রাখছে প্রশাসন।
advertisement
3/6
*জোড়া নিম্নচাপের প্রভাবে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকায় সোমবার থেকে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রের ঢেউ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উঁচুতে উঠছে। প্রশাসন পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। দিঘার বিভিন্ন সৈকতে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। দিঘার মৎস্যজীবীরাও প্রশাসনের নির্দেশ মেনে নৌকা ও ট্রলার ঘাটে ফিরিয়ে আনছেন।
advertisement
4/6
*দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে। মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা মেনে চলার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মাইকিং করা হচ্ছে। মৎস্যজীবীদের জীবনের ঝুঁকি না নেওয়ার জন্য বারবার মাইকিং করছে প্রশাসন। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
advertisement
5/6
*সদ্য দুর্যোগ কাটিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। টার্গেট ছিল পুজোর আগে হাসিমুখে বাড়ি ফেরা। এরই মধ্যে সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বাংলাদেশ-মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত রূপান্তরিত হয়েছে নিম্নচাপে। একই সঙ্গে পূর্ব-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব মঙ্গলবার সকালে থেকেই দিঘা ও তার আশেপাশের এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আকারে দেখা দিয়েছে।
advertisement
6/6
*কাঁথি-সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক বিভাগ) সুমন সাহা বলেন, “জোড়া নিম্নচাপের কারণে উপকূলীয় সমুদ্র উত্তাল এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই মৎস্যজীবীদের ২২শে সেপ্টেম্বর থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য হলো নিরাপত্তা নিশ্চিত করা। যারা সমুদ্রে আছেন, তাদের নিরাপদে ফিরতে প্রশাসন সব রকম সহায়তা প্রদান করবে। আমরা আশা করি সবাই সতর্কতা মেনে চলবেন এবং ঝুঁকি এড়াবেন।”
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Alert: বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি