IMD Weather Alert: আবহাওয়ার মেজাজ বদল, ফের বইবে ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির ভ্রূকূটি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
IMD Weather Alert: বাড়ছে গরম, আবারও রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত
advertisement
1/12

: ধীরে ধীরে বাড়ছে গরম! তারমধ্যেই ফের একবার বজ্র-বিদ্যুৎ সহ ঝড় -বৃষ্টির পূর্বাভাস৷ পূর্বাভাস দিচ্ছে আইএমডি৷ আইএমডি সাম্প্রতিক ওয়েদার আপডেটে জানানো হয়েছে ফের একবার দেশের ওপর একাধিক অ্যাকটিভ ওয়েদার চ্যানেল রয়েছে৷ যার মধ্যে তিনটি ঘূর্ণাবর্ত এবং ২ টি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে৷
advertisement
2/12
আগামী সাতদিনে বেশ কয়েকদিন ঝড়ের গতিতে হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে৷ শনিবার থেকে রয়েছে এইরকম আবহওয়া হওয়ার সম্ভাবনা৷ রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি; সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত।
advertisement
3/12
দুই দিক থেকে দুই উষ্ণতার হাওয়া আসার কারণে ট্রফ থেকে এই ধরণের ঝড়-বৃষ্টিপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ এরই প্রভাবে হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে৷
advertisement
4/12
৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাবে ঝোড়ো হাওয়া পাশাপাশি আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ৬০ কিমি প্রতি ঘণ্টা৷
advertisement
5/12
একদিকে বিহারের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ সমুদ্র তল থেকে ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে এই ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশনটি৷
advertisement
6/12
অন্যদিকে পশ্চিমবঙ্গের অন্যদিকের প্রতিবেশী রাজ্য অসমের উপরেও বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তটি৷ এটি সমুদ্রতল থেকে ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
7/12
শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। শুক্রবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের পর থেকে বদলাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।
advertisement
8/12
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র- বিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমদিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে।
advertisement
9/12
ফেব্রুয়ারির পর মার্চেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে বদলাবে জেলায় জেলায় আবহাওয়া। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রবিবার ও সোমবার। পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
10/12
দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
advertisement
11/12
সকালবেলা দিঘা ঘন কুয়াশায় ঢাকা তারপর মেঘমুক্ত পরিষ্কার আকাশ। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘন্টা দিঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ১ মার্চ শুক্রবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে সর্বত্রই রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। একটু একটু করে বাড়বে দিনের তাপমাত্রা। তাপমাত্রার তাপম্যের কারণে সকালবেলায় কুয়াশার প্রাদুর্ভাব। শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই জেলায়।
advertisement
12/12
মূলত পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণবাতের কারণে আবারো দুর্যোগ পূর্ন আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে মার্চের প্রথম সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইবে জেলায় জেলায়। ধীরে ধীরে পারছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল গুলিতে রবিবারের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Alert: আবহাওয়ার মেজাজ বদল, ফের বইবে ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির ভ্রূকূটি