IMD Weather Alert: দিনের বেলাতেই ফের ঘনিয়ে আসবে রাত! প্রবল বেগে ঝোড়ো হাওয়া, বাজের ঝলকানিতে আকাশ ফালাফালা
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
IMD Weather Alert: সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস গৌড়বঙ্গের জেলাগুলিতে, কখনও মাঝারি আবার কখনও ভারী বৃষ্টিপাত হতে পারে
advertisement
1/8

ওয়েদারের মেগা আপডেট৷ ঘূর্ণাবর্ত ঘনিয়ে রয়েছে এখনও অসমের উপর দিয়ে৷ বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে বাংলা। অসমের উপর সাইক্লোনিক সার্কুলেশনটি রয়েছে সেটি সমুদ্রতল থেকে ১.৫ কিমি উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
2/8
খানিকটা দুর্বলভাবে হলেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশের উপর দিয়ে৷ সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সাইক্লোনিক সার্কুলেশনটি৷
advertisement
3/8
এদিকে মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ট্রফ৷ যেটা রয়েছে ছত্তিশগড়, ঝাড়খন্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে৷ এটি সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
4/8
মালদহ: রাত থেকে শুরু মুষলধারে বৃষ্টি। গৌড়বঙ্গের জেলা গুলিতে হোলির দিনেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে কোন মুহূর্তে বৃষ্টি নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে।
advertisement
5/8
চলতি সপ্তাহ জুড়ে গৌড়বঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। আগামী ৩১ মার্চ পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আবার কখনও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
6/8
সপ্তাহ জুড়ে ব্যাপক হারে বৃষ্টিপাত হলে মূলত মালদহ জেলার আম ও লিচু চাষের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গৌড়বঙ্গের জেলাগুলির আলু চাষেও ক্ষতির সম্ভাবনা প্রবল। কারণ এখনও মাঠ থেকে আলু তোলা সম্পূর্ণ হয়নি কৃষকদের।
advertisement
7/8
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ থাকবে। যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
8/8
শনিবার ও রবিবার আকাশ মেঘলা থাকবে। তবে বজ্রবিদ্যুৎ বা ঝড় বৃষ্টির কোন পূর্বাভাস নেই। তবে সপ্তাহের শেষ এই দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গৌড়বঙ্গের জেলাগুলিতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Alert: দিনের বেলাতেই ফের ঘনিয়ে আসবে রাত! প্রবল বেগে ঝোড়ো হাওয়া, বাজের ঝলকানিতে আকাশ ফালাফালা