IMD Weather Alert: আছড়ে পড়ছে ভয়ানক দুর্যোগ, ঘূর্ণাবর্তের চোখরাঙানি, প্রবল বৃষ্টি ঝাঁপিয়ে আসছে জেলায়, জেলায় আতঙ্কের প্রস্তুতি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
IMD Weather Alert: দোলে বৃষ্টির জলে ভাসতে পারে গৌড়বঙ্গের জেলাগুলি, আগামী সপ্তাহে বিরাট পরিবর্তন আবহাওয়ার
advertisement
1/11

ওয়েদারের মেগা আপডেট ৷ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় হবে বজ্র-বিদ্যুৎ মেঘের খেলা৷ প্রবল ঝড়ের সঙ্গে তোলপাড় হবে বাংলা৷ হিমালয়ের পার্বত্য এলাকার জেলা থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সর্বত্রই শুধু বৃষ্টির খেলা হবে৷
advertisement
2/11
মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী নতুন করে দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। পশ্চিম হিমালয়ের অঞ্চল গুলিতে ২৩ মার্চ রাত থেকেই এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে।
advertisement
3/11
২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তুমুল দুর্যোগ৷ পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে ২৩-২৬ তারিখ পর্যন্ত বৃষ্টিতে তোলপাড়৷
advertisement
4/11
পাশাপাশি ২৫-২৬ মার্চ আশঙ্কার বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায়, জেলায়৷
advertisement
5/11
এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের-সহ বেশ কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাত, তুষারপাতের সম্ভাবনা।
advertisement
6/11
অরুনাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর-সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গেও প্রতিকূল হবে আবহাওয়া।
advertisement
7/11
মালদহ: দোল উৎসবে গৌড়বঙ্গের জেলাগুলির আবহাওয়ার বিরাট পরিবর্তনের সম্ভাবনা। এখন থেকেই গৌড়বঙ্গের তিন জেলায় মেঘলা আকাশ রয়েছে। আবহাওয়া অনেকটাই শীতল। চৈত্রের মাঝামাঝিতেও শীতের আমেজ গৌড়বঙ্গে।
advertisement
8/11
তবে সপ্তাহের শুরুতে অর্থাৎ দোল পূর্ণিমাতে গৌড়বঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে জেলাগুলিতে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রবল।
advertisement
9/11
বুধবার থেকে গৌড়বঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আকাশ মেঘলা থাকবে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের প্রথমেই বৃষ্টিপাতের জেরে নাজেহাল পরিস্থিতি হতে পারে সাধারণ মানুষের।
advertisement
10/11
শনিবার মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
11/11
বৃষ্টির জন্য তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হবে। স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে জেলাগুলির তাপমাত্রা। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Weather Alert: আছড়ে পড়ছে ভয়ানক দুর্যোগ, ঘূর্ণাবর্তের চোখরাঙানি, প্রবল বৃষ্টি ঝাঁপিয়ে আসছে জেলায়, জেলায় আতঙ্কের প্রস্তুতি