TRENDING:

IMD South Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণ! কলকাতা-সহ দক্ষিণে ফের বৃষ্টি? আদৌ ফিরবে ঠান্ডা? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD South Bengal Weather Update: আবহাওয়ার এই আপডেট মন ভাঙবে শীত বিলাসীদের। চলতি মরশুমে শীতের ইতি। এক ধাক্কায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ল অনেকটাই।
advertisement
1/8
পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণ! কলকাতা-সহ দক্ষিণে ফের বৃষ্টি? আদৌ ফিরবে ঠান্ডা?
*আবহাওয়ার এই আপডেট মন ভাঙবে শীত বিলাসীদের। চলতি মরশুমে শীতের ইতি। এক ধাক্কায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ল অনেকটাই। বুধবার থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ও অন্যদিকে বাংলাদেশের ওপর বিস্তার করছে ঘূর্ণাবর্ত। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
advertisement
2/8
*এই দুইয়ের জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। ফলে শীতের বিদায় আসন্ন। সরস্বতী পুজো এবারে শীত ছাড়াই কাটবে এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও বাড়বে তাপমাত্রার পারদ। ফাইল ছবি। 
advertisement
3/8
*কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী সরস্বতী পুজোর আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠবে। ফাইল ছবি। 
advertisement
4/8
*বুধবার ও বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়। কুয়াশার পর মেঘমুক্ত পরিষ্কার আকাশ। চড়া রোদে বাড়ছে তাপমাত্রার পারদ। ফাইল ছবি। 
advertisement
5/8
*বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলের উঁচু জায়গাগুলিতে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় দক্ষিণবঙ্গে শীতের ইতি হলেও, উত্তরবঙ্গ জুড়ে থাকবে শীতের আমেজ। ফাইল ছবি। 
advertisement
6/8
*সরস্বতী পুজো পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে এমনটাই পূর্বাভাস হওয়া অফিসের। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সতর্কতা থাকলেও এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। প্রতিদিনই বাড়বে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। ফাইল ছবি। 
advertisement
7/8
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই বাড়ছে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শীতের আমেজ উধাও উপকূলবর্তী এই জেলায়। ২৯ জানুয়ারি দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে সকালের দিকে কুয়াশা, তারপর আংশিক মেঘলা আকাশ। ফাইল ছবি। 
advertisement
8/8
*এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা সর্বনিম্ন স্বাভাবিক তাপমাত্রা থেকে ৪.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী এই জেলায়। বাড়বে তাপমাত্রা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD South Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণ! কলকাতা-সহ দক্ষিণে ফের বৃষ্টি? আদৌ ফিরবে ঠান্ডা? আবহাওয়ার বড় খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল