IMD Rainfall Alert: ঝেঁপে আসছে বৃষ্টি...! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলায় ঝড়-জল-দুর্যোগ সতর্কতা! কী হবে উত্তরে? বিরাট আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
IMD Rainfall Alert: ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত হাওয়া অফিসের, দেখুন আপডেট! ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের বেশ কিছু জেলায়, রইল তালিকা! দেখে নিনসরস্বতী পুজোর পরদিন থেকেই কোথায় কোথায় ভোগান্তি।
advertisement
1/10

আবহাওয়া দফতরের পূর্বাভাস থাকলেও সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে-র জোড়া সেলিব্রেশনে ভাটা পড়েনি বাঙালির আনন্দে। মোটামুটিভাবে নির্বিঘ্নেই কেটেছে খুশির দিন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে দেখা গেলেও উৎসবের আনন্দে খুব বেশি প্রভাব পড়েনি তাতে।
advertisement
2/10
দক্ষিণের অন্যান্য জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও জেলা পুরুলিয়ায় বৃষ্টির প্রভাব যথেষ্ট ছিল সরস্বতী পুজোয়। সকালের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে দেখা গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে।
advertisement
3/10
বিকালের পর থেকে কিছুটা উন্নতি হয়েছিল আবহাওয়ার। আবহাওয়া এই রূপের মধ্যে দিয়েই চলেছে সরস্বতী পুজোর আনন্দ।
advertisement
4/10
তবে আজ ১৫ ফেব্রুয়ারি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। সকাল থেকেই মেঘে ঢেকেছে জেলা পুরুলিয়ার আকাশ।
advertisement
5/10
এইদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
advertisement
6/10
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সরস্বতী পূজোয় বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও , এইদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের বেশ কিছু জেলাতে
advertisement
7/10
আবহাওয়ার পূর্বাভাস বলছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়ায়।
advertisement
8/10
অন্যদিকে, শহর কলকাত-সহ আশেপাশের এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার।
advertisement
9/10
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এইদিন উত্তরের বেশকিছু জেলা যেমন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে তাপমাত্রার পারদ উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃদ্ধি পাবে।
advertisement
10/10
সরস্বতী পুজোয় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও এই দিন প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের বিদায় ঘণ্টা বেজেই গিয়েছে। এবার থেকে ধীরে, ধীরে বাড়বে তাপমাত্রা। শীতের ইনিংস এক প্রকার শেষ হতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ থেকে এমনটাই মনে করছে হাওয়া অফিস।শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Rainfall Alert: ঝেঁপে আসছে বৃষ্টি...! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলায় ঝড়-জল-দুর্যোগ সতর্কতা! কী হবে উত্তরে? বিরাট আপডেট দিল হাওয়া অফিস