IMD Mocha Update: মোকা এলেও বৃষ্টির 'মওকা' আপাতত নেই! দক্ষিণবঙ্গে বাড়বে দহনজ্বালা, বিরাট খবর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
IMD Mocha Update: পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হু হু করে বাড়বে তাপমাত্রা। গড়ে ৩ থেকে ৫ ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে বলে অনুমান।
advertisement
1/7

মোকা এলেও মওকা নেই দক্ষিণবঙ্গের কাছে। স্বস্তির বৃষ্টিতে আপাতত ইতি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেই অর্থে নেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা। উল্টে তাপমাত্রার পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রির দোরগোড়ায়। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। (নয়ন ঘোষ)
advertisement
2/7
উল্লেখ্য, বৈশাখ মাসের শুরুতে তীব্র গরম সহ্য করতে হয়েছে দক্ষিণবঙ্গের মানুষকে। এমনকী উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছিল অনেকটা। তবে তারপর বিগত সপ্তাহে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। স্বাভাবিক ভাবেই অস্বস্তিকর গরম থেকে পাওয়া গিয়েছিল স্বস্তি। বন্ধ হয়েছিল তাপপ্রবাহ।
advertisement
3/7
যদিও আগেই তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের আশা করছিলেন দক্ষিণবঙ্গের মানুষজন। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেই অর্থে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
advertisement
4/7
আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও দেখা গেলেও বৃষ্টিপাত হবে না। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হু হু করে বাড়বে তাপমাত্রা। গড়ে ৩ থেকে ৫ ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে বলে অনুমান করছেন আবহবিদরা।
advertisement
5/7
অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বভাস মিলিয়ে সপ্তাহের প্রথম দিন থেকেই বাড়ছে তাপমাত্রার পারদ। সোমবার সকাল থেকেই গরম অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে অনেকটা। বাইরে বেরিয়ে তাপপ্রবাহের আভাস পেয়েছেন মানুষ।
advertisement
6/7
বিগত কয়েক দিনের তুলনায় রাস্তাঘাট খালি দেখা গিয়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি থাকবে বলে অনুমান। যা ভেবে অতীত থেকে শিক্ষা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন মানুষ।
advertisement
7/7
তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। গরমের সময় যা যা সচেতনতা নেওয়া প্রয়োজন, সেগুলি নিতে হবে। প্রয়োজন ছাড়া বেলা বাড়বে বাইরে বেড়ানোর প্রয়োজন নেই। বেশি করে জল খেতে হবে। যে সব ফলে জলের পরিমাণ বেশি থাকে, সেই সব ফল খেতে হবে। মশলাযুক্ত খাবার বেশি খাওয়া যাবে না। হালকা জামা কাপড় পড়তে হবে। ব্যবহার করতে হবে রোদ চশমা। পানীয়ের তালিকায় রাখতে হবে ডাবের জল, আখের রস, গ্লুকোজ মিশ্রিত জল ইত্যাদি। শরীরে যাতে জলের অভাব না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বেশি পরিশ্রমের কাজ করা যাবে না। (নয়ন ঘোষ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Mocha Update: মোকা এলেও বৃষ্টির 'মওকা' আপাতত নেই! দক্ষিণবঙ্গে বাড়বে দহনজ্বালা, বিরাট খবর