Weather Update: সরস্বতী পুজোয় শীতের আকাল! বেশি দিন নেই, দক্ষিণবঙ্গে কবে থেকে গরম পড়বে জানাল হাওয়া অফিস
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Weather Update: মাঘ মাসের শেষেই শীত বিদায় বাংলা থেকে। আগামী তিন দিন বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সামান্য কমলেও কার্যত শীতের বিদায় ঘণ্টা।
advertisement
1/6

মাঘ মাসের শেষেই শীত বিদায় বাংলা থেকে। আগামী তিন দিন বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সামান্য কমলেও কার্যত শীতের বিদায় ঘণ্টা।
advertisement
2/6
ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয় সপ্তাহ থেকেই শীত বিদায় নিতে পারে বাংলা থেকে। অনুমান আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার দাপট পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। সরস্বতী পুজোর দিনেও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মাঝারি কুয়াশা হতে পারে।
advertisement
4/6
আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী দুই দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। সরস্বতী পুজো কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। স্বাভাবিকের তিন থেকে পাঁচ ডিগ্রি উপরে থাকতে পারে পারদ।
advertisement
5/6
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা সামান্য নামতে পারে। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা আর নেই।
advertisement
6/6
আগামীকাল সকালের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: সরস্বতী পুজোয় শীতের আকাল! বেশি দিন নেই, দক্ষিণবঙ্গে কবে থেকে গরম পড়বে জানাল হাওয়া অফিস